বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে আফগানিস্তানের পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে রয়েছে। কুড়ি বছর আগে আফগানিস্তানের শাসনে থাকা তালিবান সরকারকে মান্যতা দেয়নি ভারত, তবে পরবর্তী ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক গড়ে উঠেছে নয়াদিল্লির। কিন্তু ফের একবার আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। এখন ভারতের রণনীতি ঠিক কি হবে, কার্যত তা স্পষ্ট করা হয়নি সরকারি তরফে। যদিও ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে ভারত।
অন্যান্য দেশের মতই প্রত্যহ দুটি বিমানে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে আনছে তারা। শুধু তাই নয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু, শিখ এবং অন্যান্য শরণার্থীদের দিকেও। রবিবারই উদ্ধার করা হয়েছে ১৩৫ জন নাগরিককে। কিন্তু ভারত সরকার আদৌ তালিবানকে মান্যতা দিবে কিনা, তা নিয়ে এখনও সরাসরি কিছু বলা হয়নি। এবার এই বিষয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানালো পররাষ্ট্রমন্ত্রক। এই সভা আয়োজন করা হয়েছে আগামী ২৬ আগস্ট সকাল এগারোটায়।
আজ টুইট করে বিরোধী দলের নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন টুইটারে তিনি লেখেন, “আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে সকল দলের বরিষ্ঠ নেতাদের অবহিত করুন। সংসদ বিষয়ক মন্ত্রী এ বিষয়ে সম্পূর্ণ তথ্য দেবেন।” জানা গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদের দুই কক্ষের নেতাদের কাছেই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে সমস্ত কিছু খুলে বলবেন। এবং তাদের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ চাইবেন।
In view of developments in Afghanistan, PM @narendramodi has instructed that MEA brief Floor Leaders of political parties.
Minister of Parliamentary Affairs @JoshiPralhad will be intimating further details.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 23, 2021
একদিকে যখন পররাষ্ট্র মন্ত্রক আলোচনার আহ্বান জানালো, অন্যদিকে তখনই এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার বক্তব্য, কেন প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে কথা বলছেন না? প্রসঙ্গত এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মৌনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। এবার একই প্রশ্ন উঠে এল রাহুলের লেখাতেও।