মাত্র ৯ টাকায় বিদেশ ভ্রমণ! দারুণ অফার দিচ্ছে এই এয়ারলাইন

বাংলাহান্ট ডেস্ক : আপনিও যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।মাত্র 9 টাকায় বিদেশ ভ্রমণ করতে পারবেন। গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আন্তর্জাতিক বিমান সংস্থা ভিয়েতজেট। এই অফারের আওতায় আপনি মাত্র 9 টাকায় বিদেশ ভ্রমণ করতে পারবেন। ভিয়েতজেট একটি ভিয়েতনামী বিমান সংস্থা এবং এটি ভারত থেকে ভিয়েতনামের বিমান টিকিট দিচ্ছে মাত্র 9 টাকায়। চলুন জেনে নিই কি এই অফার…

কোম্পানিটি 30,000টি প্রচারমূলক টিকিট দিচ্ছে:

আপনি যদি 4 থেকে 26 আগস্ট 2022 এর মধ্যে টিকিট বুক করেন তবে আপনি এই অফারটির সুবিধা পাবেন (ভিয়েতনাম-ভারত অফার)। এর সাথে, ভ্রমণের তারিখ 15 আগস্ট 2022 থেকে 26 মার্চ 2023 পর্যন্ত হতে হবে। তবেই আপনি সস্তায় টিকিটের সুবিধা পেতে পারবেন।জানিয়ে রাখা ভালো যে কোম্পানিটি ভারত থেকে ভিয়েতনাম (ভিয়েতনাম-ইন্ডিয়া ফ্লাইট অফার) যাওয়ার 30,000 টিরও বেশি টিকিটে এই অফার দিচ্ছে যার মূল্য 9 টাকা।

প্রতি বছর ভারত থেকে প্রচুর সংখ্যক পর্যটক ভিয়েতনামে বেড়াতে যান। সুন্দর উপকূলীয় শহর দা নাং ভারতীয় পর্যটকদের আকর্ষণ করে। ভিয়েতনাম সারা বিশ্বে একটি সুন্দর পর্যটন গন্তব্য হিসেবে আবির্ভূত হচ্ছে। এর পাশাপাশি ভিয়েতনাম ভারত থেকে ভিসা আবেদন প্রক্রিয়াকেও সহজ করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর