বাংলাহান্ট ডেস্ক: ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ প্রতুল মুখোপাধ্যায়ের এই গান (bengali song) বাঙালির ছেলেবেলার সঙ্গে জড়িয়ে আছে। বাংলা (bengali) ভাষার মাধুর্য স্বীকৃতি পেয়েছে গোটা বিশ্বে। দেশে বিদেশে মানুষ আপন করে নিয়েছে এই ভাষাকে।
এবার এক বিদেশিনির গলায় শোনা গেল কালজয়ী এই গান। পিয়ানো বাজিয়ে পুরো গানটাই দিব্যি স্বচ্ছন্দ্যে গাইলেন তিনি। ভাষার টান কিছু কিছু জায়গায় স্পষ্ট হলেও তা খুবই নগন্য। ঠিক ঠিক সুর মিলিয়ে অসাধারনে মিষ্টি কণ্ঠে গান গেয়ে শোনালেন ওই বিদেশিনি।
ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন বিদেশিনির কণ্ঠের জাদুতে। হাজার হাজার লাইক পড়ে গিয়েছে ভিডিওটিতে।
বাংলা ভাষার কদর রয়েছে গোটা বিশ্বে। বিদেশিরা যেভাবে বারে বারে আপন করে নিচ্ছে এই ভাষাকে তা বাঙালি হিসাবে গর্বের বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত, বাঙালি নিজেই এখন ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মাতৃভাষার দিক থেকে। ছোট থেকেই বাঙালি শিশুরা অক্ষর পরিচয়ে বাংলার জায়গায় আগে শিখছে ইংরেজি বর্ণমালা।
বাঙালি মিডিয়াম এখন বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি। দাপটে রাজত্ব করছে ইংরেজি মিডিয়াম। বহু মা বাবা নিজেরাই সন্তানকে উৎসাহিত করছেন বাংলা না পড়ে ইংরেজিতে গুরুত্ব দিতে। কারন ভবিষ্যতে ওই ভাষাটাই গুরুত্ব পাবে সব জায়গায়। প্রতিষ্ঠিত হওয়ার ইঁদুর দৌড়ে চাপা পড়ে যাচ্ছে বাংলার চিরন্তন পরিচিত গল্প, কবিতা, গান।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন ভিডিও বাঙালির চোখ খুলে দিক, এমনটাই আশা। বিদেশিদের কণ্ঠে বাংলা গান, বাংলা ভাষার প্রতি তাদের ভালবাসা দেখে বাঙালি আবার জেগে উঠুক আগের মতো এটাই কাম্য।