বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) থেকে বিদেশে নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে ছুটে আসছেন পর্যটকরা। আর আসবেন নাই বা কেন! প্রাকৃতিক সম, সম্পদে ভরা দেশের উত্তর থেকে দক্ষিণ। ছবির মতো সুন্দর হিল স্টেশন থেকে বিস্তৃত বালুকাবেলা, শ্বাপদসংকুল ঘন অরণ্য থেকে ধু ধু মরুভূমি, ভারতে (India) রয়েছে সমস্ত কিছুই। উপরন্তু ভারতের সংষ্কৃতি বরাবরই বিদেশি পর্যটকদের আকৃষ্ট করেছে। তবে পরিসংখ্যান বলছে, বিগত কয়েক বছরে বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়েছে ভারতে (India)। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দেশের আয়।
পর্যটন থেকে বড় আয় ভারতের (India)
পর্যটন শিল্প থেকে দেশের আয়ের একটা বড় শতাংশ আসে। ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের (India) জিডিপিতে বড় প্রভাব ফেলেছে পর্যটন, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সোমবার লোকসভায় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত লিখিত জবাবে জানিয়েছেন, ২০২২-২৩ সালে ভারতের (India) জিডিপিতে ৫ শতাংশ এসেছে পর্যটন থেকে।
প্রচুর বিদেশি আসছেন এ দেশে: কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আরো জানান, গত বছর অর্থাৎ ২০২৩ সালে মোট ৯.৫২ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছেন ভারতে (India)। এর মধ্যে ভারতে ভ্রমণের উদ্দেশেই এসেছিলেন ৪৬.২ শতাংশ। আর ২৬.৯ শতাংশ বিদেশি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। এতে প্রচুর আয় হয়েছে ভারতের।
আরো পড়ুন : বাংলাদেশে কিছুতেই নিষিদ্ধ হবে না ইসকন! রিজ পিটিশন খারিজ করে কি জানাল হাইকোর্ট?
কতটা প্রভাব পড়ল জিডিপিতে: বিগত কয়েক বছরেই এক লাফে আয় বেড়েছে পর্যটন থেকে। কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে জানান, থার্ড ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের ভিত্তিতে ২০১৮-১৯ সালে ভারতের (India) জিডিপিতে পর্যটন থেকে আয় হয়েছে ৫.০১ শতাংশ। ২০২২-২৩ অর্থবর্ষে পর্যটন থেকে আয়ের হার ছিল ৫ শতাংশ।
আরো পড়ুন : অবশেষে দীর্ঘ জল্পনার অবসান! NIH-এর নয়া ডিরেক্টর হিসেবে কলকাতার জয়কেই বাছলেন ট্রাম্প
তবে তার আগে অর্থাৎ ২০২০-২১ সালে এই আয়ের হার ছিল ১.৫০ শতাংশ। আর ২০২১-২২ সালে পর্যটন থেকে জিডিপিতে আয় হয়েছিল ১.৭৫ শতাংশ। মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ভারতে চিকিৎসার বিষয়েও বড় ঘোষণা করেছেন। তিনি বলেন, বিদেশ থেকে যদি ভারতে কেউ চিকিৎসার জন্য আসতে চান তাহলে তাদের জন্য ই মেডিকেল ভিসার ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।