অদ্ভুত সাজা: লকডাউন ভাঙ্গায় ৫০০ বার ‘I AM SORRY’ লিখল বিদেশীরা

করোনা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী কড়া নিদান দিয়েছেন। উত্তরাখণ্ড এ কয়েক বিদেশী নাগরিক এমনকি রাজ্যে লক ডাউন থাকা সত্ত্বেও তারা ঋষিকেশে ঘুড়ে বেড়াচ্ছিল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতে শাস্তি হিসাবে ঋষিকেশের পুলিশ

আধিকারিকরা দশ বিদেশিকে  শাস্তি হিসেবে লেখায় আই এম সরি। একজন বিদেশী জানায় “আমি লকডাউন বিধি অনুসরণ করিনি, দুঃখিত,” লকডাউন নির্দেশিকা লঙ্ঘনের জন্য কাগজের শীটে ৫০০ বার লিখতে বাধ্য করে।করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন।

corona virus getty

এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।আজকাল প্রায় ৫০০ বিদেশি তপোভান এলাকায় অবস্থান করছেন এবং তাদের প্রায়শই লকডাউন নিয়ম লঙ্ঘন করতে দেখা যাচ্ছে। আর লকডাউনটি কার্যকর করার সাথে সাথে পুলিশ একটি বার্তা প্রেরণের মাধ্যমে এক অনন্য ধারণা নিয়ে আসে এবং একই সাথে তাদের শিক্ষা দেয়।

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। আর আজ টা বাড়িয়ে মেয়ে মাস পর্যন্ত করা হয়েছে।


সম্পর্কিত খবর