আবেদনের শেষ দিন আগামীকালই, বনবিভাগে প্রচুর নিয়োগ করছে মমতা সরকার

বাংলাহান্ট ডেস্কঃ  করোনা আবহে বনদপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষনা করেছিল মমতা ব্যানার্জীর ( mamata bondopaddhay ) সরকার। এই চাকরিত্র আবেদনের শেষ তারিখ আগামীকাল, ৬ আগস্ট। এক নজরে দেখে নিন বিশদ বিজ্ঞপ্তিটি

job

আবেদনের শেষ তারিখ ৬ আগস্ট ২০২০, বনদপ্তরে এক বছরের চুক্তিতে হবে নিয়োগ। বেতন ১০ হাজার টাকা। পরবর্তী তে চুক্তির মেয়াদ বাড়লে বেতন বাড়বে।

যোগ্যতা: প্রার্থীদের ১৮ বছর বয়স হতেই হবে । নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস। উত্তর ও দক্ষিণ বঙ্গ মিলিয়ে মোট আটটি জেলার বন দপ্তরে নিয়োগ হবে। বনদপ্তরের শাখা অফিসে বন সহায়ক পদেও নিয়োগ হবে।

নিয়ম মাফিক ছাড় পাবেন তপশিলি জাতি ও উপজাতিরা। বয়সের ক্ষেত্রে ছাড় সহ সমস্ত রকম সুবিধাই রয়েছে তাদের জন্য। বিস্তারিত জানতে www.eastbengal forest.gov.in এ ভিজিট করুন।

পাশাপাশি, গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।

সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি তে৷ শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন৷ বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।

সম্পর্কিত খবর