বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের(lockdown) মধ্যেই বাঁকুড়ায় (Bankura) থাবা বসালো বাঘের আতঙ্ক। দিন দুয়েক আগে এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে দাবি এলাকার মানুষের। কোতুলপুর ব্লকের খিরি গ্রাম ( Khiri village in Kotulpur block) লাগোয়া একটি ক্যানেলের পাড়ে ওই পায়ের ছাপ দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা। পায়ের ছাপের মাপ সংগ্রহ করেন তাঁরা। প্রাথমিক ভাবে বন দফতরের আধিকারিকদের অনুমান, এই ছাপ বাঘের নয়, হেড়োল জাতীয় প্রাণীর।
কোতুলপুর ব্লকের খিরি গ্রামের চাষিরা প্রতিদিন ভোরবেলায় ক্যানেল পেরিয়ে মাঠের সবজি স্থানীয় বাজারে বিক্রি করতে যান। দিন দুয়েক আগে ক্যানেলের পাড়ে বাঘের মতো একটি জন্তু দেখতে পান বলে ওই চাষিদের দাবি। আতঙ্কে ঘটনাস্থলেই সবজি ফেলে রেখে প্রাণপনে গ্রামের দিকে ছোটেন তাঁরা। পরে এলাকার মানুষ একজোট হয়ে ক্যানেলের ধারে গিয়ে নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান। এই ছাপের সঙ্গে বাঘের পায়ের ছাপের মিল থাকায় এলাকার মানুষ ভেবে নেন এলাকায় বাঘ এসেছে।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় আরও চেপে বসে আতঙ্ক। একে লকডাউন চলছে, তাই বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউ। তার উপরে বাঘের আতঙ্কে সন্ধে হতেই শুনশান হয়ে যাচ্ছে রাস্তা ঘাট। খবর পেয়ে আজ ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা। পায়ের ছাপের মাপ নেওয়ার পাশাপাশি নমুনা সংগ্রহ করেন তাঁরা। বন দফতরের আধিকারিকরা জানান, প্রাথমিক ভাবে তাঁদের ধারণা বাঘ নয় হেড়োল জাতীয় কোনও প্রাণীর পায়ের ছাপকেই বাঘের পায়ের ছাপ বলে ভেবেছেন গ্রামবাসীরা।