হাইকোর্টের বিচারপতির নামে প্রতারণা! তদন্ত হতেই যা বেরিয়ে এল… তোলপাড় বাংলা!

বাংলা হান্ট ডেস্কঃ প্রভাবশালী ব্যক্তিদের নাম করে প্রতারণার অভিযোগ নতুন নয়। IAS, IPS অফিসারদের নামে প্রতারণার একাধিক উদাহরণ রয়েছে এই শহরে। তবে এবার খোদ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নাম করে প্রতারণার অভিযোগ। ইতিমধ্যেই কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নামে প্রতারণা কে করেছিলেন?

কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম করে প্রতারণার অভিযোগ সামনে এসেছিল। মেসেজের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার পর সাইবার সেলে অভিযোগ জানায় শীর্ষ আদালত। এবার কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম করে আইএএস অফিসারকে ফোন করার অভিযোগ উঠেছে।

লালবাজার (Lalbazar) সূত্রে জানা যাচ্ছে, কয়েক মাস আগেই প্রতারকের ফাঁদে পড়েন ওই আইএএস অফিসার। উচ্চ আদালতের একজন বিচারপতির নাম নিয়ে প্রতারক একটি প্রকল্পের কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলেন। ফোনে নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে পবন পানকে টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পবন পেশায় একজন বালি খাদান ব্যবসায়ী। এই ঘটনার তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? বাংলার মহিলারা পাবেন ৩০০০ টাকা! কীভাবে? জানুন

জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারপতির নামে এমন ফোন আসার পর ওই আইএএস অফিসার উচ্চ আদালতে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তখন জানা যায়, যে বিচারপতির নাম নিয়ে ফোন করা হয়েছিল, তার সঙ্গে প্রতারকের ফোন নম্বরের মিল নেই। এরপর হাইকোর্টের তরফ থেকে কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগকে বিষয়টি জানানো হয়।

Calcutta High Court

পরবর্তীতে ফোনের সূত্র ধরেই কলকাতা থেকে পবন পান নামের ওই বালি খাদান ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি কী উদ্দেশে উচ্চ আদালতের (Calcutta High Court) বিচারপতির নাম নিয়ে ফোন করেছিলেন, তিনি কোনও বেআইনি কারবারের সঙ্গে জড়িত কিনা সেই সব বিষয়ে খোঁজ নিচ্ছে কলকাতা পুলিশ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর