ভুলে যান দার্জিলিং-ডুয়ার্স! পাড়ি দিন উত্তরবঙ্গের স্বর্গে, অল্প খরচেই জুড়োবে মন

বাংলাহান্ট ডেস্ক : গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা বঙ্গবাসীর। মাঝে মাঝে বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। একদিকে রয়েছে তীব্র গরম, অন্যদিকে আর্দ্রতা। দুই মিলে এই গরমে কাল ঘাম ছুটছে সবার। তীব্র গরম থেকে মুক্তি কবে মিলবে সেই বিষয়ে কিছু আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। অন্যদিকে বহু স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে।

এমন অবস্থায় অনেকেই চাইছেন কিছুদিনের জন্য পাহাড় থেকে ঘুরে আসতে। তীব্র গরম থেকে খানিকটা স্বস্তি পেতে সবাই পাহাড়ের শীতল আবহাওয়ায় দিন যাপন করতে চাইছেন। তবে ঘুরতে গেলেই তো হল না, খরচ একটা বড় ব্যাপার। অনেকেই ভাবছেন অল্প খরচে কীভাবে পাহাড়ের শীতলতায় দু- তিন দিন সময় কাটিয়ে আসা যায়।

fb img 1684830686839

আজ আমরা এই প্রতিবেদনে এমন এক হিল স্টেশনের সন্ধান দিতে চলেছি যার প্রাকৃতিক শোভা অত্যন্ত মনোরম ও একই সাথে সাশ্রয়ী। পাহাড় বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং কিংবা সিকিমের ছবি। কিন্তু ভরা মৌসুমে এইসব জায়গায় পর্যটকদের ঢল প্রচন্ড পরিমাণে। তবে উত্তরবঙ্গের সীমানাদারা (Simabadara) অঞ্চলই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু।

একটি জায়গা যেখানে আপনি কিছুদিন নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। এই জায়গাটিকে অনেকে উত্তরবঙ্গের লুকানো স্বর্গ বলে থাকেন। জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই অঞ্চল সত্যিই যেন এক স্বর্গ। কালিম্পংয়ের এই ছোট্ট গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রংপো নদী। আপনারা নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজে পৌঁছাতে পারবেন এই গ্রামে।

img 20230523 141459

 

 

এই গ্রামের হোমস্টেগুলো থেকে পাবেন বিভিন্ন পাখির কলরব ও নদীর কলকল শব্দ। নিউ জলপাইগুড়ি থেকে এই গ্রামটি ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে আপনি অনায়াসে ঘুরে আসতে পারেন রামধুরা,সিলারিগাঁও, পেডং কোলাখাম, দূরপিনদারা। রোজকার জীবন থেকে ছুটি নিয়ে অল্প খরচে আপনারা অনায়াসে শান্ত এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন কিছুদিনের জন্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর