কপাল ছুঁয়ে চলে যায় মেঘ, গরমে গেলেই মিলবে স্বর্গসুখ! ভুলে যাবেন দার্জিলিংও

বাংলাহান্ট ডেস্ক : এই তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই চাইছেন পাহাড়ে ছুটি কাটিয়ে আসতে। কিন্তু এই সময় দার্জিলিং, কালিম্পং, সিকিমের মতো জায়গাগুলিতে উপচে পড়ছে ভিড়। কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা এই ভিড় পছন্দ করেন না। তারা চান একান্তে কিছুটা সময় নির্জন পাহাড়ি গ্রামে সময় কাটাতে।

আজ আমরা যে পাহাড়ি জায়গা নিয়ে কথা বলব সেই জায়গাটি অনেকটাই স্বপ্নের মত। এই অসহ্য গরমে কিছুদিন যদি শীতল মনোরম প্রকৃতির কোলে কাটাতে চান তাহলে আজই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন গুরদুমের উদ্দেশ্যে। গুরদুম (Gurdum) দার্জিলিং থেকে কিছুটা দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম।

Gurdum 11

ট্রেক করে আপনাকে পৌঁছাতে হবে এখানে। দূরে পাহাড়ের মাথায় ভেসে চলেছে সাদা মেঘ, ভোরবেলা পাহাড়ের গা বেয়ে উঠছে হালকা লাল আভার সূর্য, হাতে এক কাপ গরম কফি নিয়ে আপনি উপভোগ করছেন সেই দৃশ্য। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই জায়গা আদর্শ। সামান্য কিছু পরিবারের বাস এই গ্রামে।

কয়েকটা দিন শহুরে জনজীবন থেকে ছুটি নিয়ে পাহাড়ের কোলে শান্ত পরিবেশে যদি সময় কাটাতে চান তাহলে এই জায়গায় আসতেই পারেন একবার। এখানে কিছু ক্যাম্পে আপনি রাত্রি বাস করতে পারেন। এছাড়াও কিছু কটেজ ও ভ্যান রয়েছে এই গ্রামে। এই ছোট্ট উপত্যকা সিঙ্গালিলা জাতীয় উদ্যানের সবুজ কনিফার বন এবং রোডোডেনড্রন গ্রোভ দ্বারা বেষ্টিত। 

Gurdum

এই উপত্যকার নিকটবর্তী রেলস্টেশন হল নিউ জলপাইগুড়ি। গুরদুম থেকে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। এই গ্রামে আসার জন্য প্রথমে আপনাদের দার্জিলিং থেকে পৌঁছাতে হবে মানেভঞ্জন। সেখান থেকে আপনাদের ধরতে হবে মাজুয়ার রাস্তা। এখানে এলেই আপনারা পৌঁছে যাবেন এই গ্রামে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর