সঙ্গে রাখুন মাত্র ১৫০০ টাকা! দার্জিলিং ভুলে গরমে ছুটিতে পা রাখুন এই হিল স্টেশনে, মুগ্ধ হবেন

বাংলাহান্ট ডেস্ক : হাওয়া অফিস জানিয়েছে আপাতত গরম থেকে নিস্তার নেই বঙ্গবাসীর। বর্ষা কবে প্রবেশ করবে সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। এমন অবস্থায় অনেকেই চাইছেন কিছুদিন পাহাড়ের ঠান্ডা আবহাওয়া কাটিয়ে আসতে। আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি অজানা পাহাড়ি জায়গায় সন্ধান দিতে চলেছি যেখানে গেলে আপনার মন ও স্বাস্থ্য দুই ভালো হবে।

আজকের প্রতিবেদনে আমরা যে জায়গাটির সন্ধান দেব সেটি এক কথায় অত্যন্ত মনোরম পাহাড়ি জায়গা। উত্তরবঙ্গের এই জায়গাটিতে চারদিকে চোখ মেললে পাবেন সারি সারি পাহাড়ের মন জুড়িয়ে দেওয়া দৃশ্য, রয়েছে জাতীয় অরণ্য, এছাড়াও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। কখনো কখনো মেঘেদের আড়ালে লুকিয়ে যায় এখানকার সুবিস্তৃত পাহাড়।

আবার কখনো মেঘ সরিয়ে পাহাড়গুলি উঁকি দেয় আকাশ পানে। আমরা আজ যে জায়গার কথা বলছি সেটি শিলিগুড়ি থেকে খুব কাছে। এবারের গরমে কিছুদিনের জন্য ঘুরে আসুন পাহাড়ি গ্রাম (Hill station) বুংকুলুং (Bungkulung) থেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার চল্লিশ কিলোমিটার উঁচুতে অবস্থিত এই জায়গাটি একটি অফ বিট টুরিস্ট স্পট। অত্যন্ত মনোরম এই জায়গাটি পাহাড়, জঙ্গল ও নদী দ্বারা বেষ্টিত।

যদি এ বছর আপনারা একটু অন্যরকমের পাহাড় দর্শন করতে চান তাহলে চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন বুংকুলুং থেকে। বালাসুন নদী বয়ে চলেছে বুংকুলুং গ্রামের মধ্যে। মুরমাহ চা বাগান এবং গয়াবাড়ী চা বাগান রয়েছে এই গ্রামের কাছেই। একদিকে নদীর কলকল শব্দ, অন্যদিকে পাহাড়ে নিস্তব্ধতা, দুই মিলে এই জায়গাটি অত্যন্ত মনোরম একটি স্থানে পরিণত করেছে।

Bunkulung 2

এখানে থাকার জন্য রয়েছে বিভিন্ন কটেজ, হোমস্টে, রিসর্ট। এইসব জায়গায় থাকার খরচ প্রতিদিন মাথাপিছু ১৫০০-১৮০০ টাকার মধ্যে। ঘরোয়া হোমস্টেগুলোর আতিথেয়তায় মুগ্ধ হবেন সকলেই। ধান, ভুট্টা, বাজরা, পাহাড়ি এলাচের চাষ এই গ্রামকে আরো সমৃদ্ধ করে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হতে পারে বুংকুলুং।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর