অনেক তো হল দিঘা, পুরী! বর্ষায় চলে যান কাছের এই সি বিচে, মনে হবে স্বর্গে এলেন

বাংলাহান্ট ডেস্ক : ঝিরঝিরে হোক ঝমঝমে, এই বর্ষায় সমুদ্র সৈকত গন্তব্য হলেই প্রথমে মাথায় আসে ওড়িশার নাম। ওড়িশার সাগরতট মানে কিন্তু শুধুই পুরী নয়। তার বাইরেও প্রকৃতি আয়োজন করেছে একের পর এক দুর্দান্ত সমুদ্র সৈকতের। বহু সাগরতট এখনও পর্যন্ত তেমন জনপ্রিয়তা পায়নি কিন্তু একবার সেখানে পা রাখলেই আপনিও হবেন মুগ্ধ, বিস্মিত।

আজকে আমরা তেমনই একটি অফবিট সি বিচ নিয়ে আলোচনা করব। ঘন নীল সমুদ্র, সবুজ বনাঞ্চল এবং সোনালী বালুকাবেলা নিয়ে তৈরী একটি দুর্দান্ত জায়গা আর্যবল্লি সমুদ্র সৈকত (Aryapalli Sea Beach)। ছিমছাম, শান্ত এক বালুকাবেলায় জীবনের মানে খুঁজে নিতে চাইলে এর চেয়ে ভাল গন্তব্য আর হতে পারে না। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়গুলি সি বিচের পাশে বসিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন।

ওড়িশার (Odisha) বেরহামপুর থেকে আর্যবল্লি সি বিচের দূরত্ব ৩০ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটার। চেন্নাইগামী যে কোনো ট্রেনে উঠলে আপনাকে বেরহামপুর স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনি গাড়ি বা বাসে চড়েই পৌঁছে যেতে পারবেন এই অনন্য সুন্দর সমুদ্র সৈকতে। বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে। আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখলে আপনারই সবচেয়ে বেশি লাভ হবে।

20230530 171305 1024x576

আর্যবল্লি সমুদ্র সৈকত থেকে আপনি চাইলেই ১৩ কিমি দূরে গোপালপুর বিচ ঘুরে আসতে পারেন। সাথেই পোর্টগড় দুর্গ, তারাতারিণী মন্দির, মা বৈরবী মন্দির, চিল্কা হ্রদ এসব জায়গা ঘুরে দেখতে পারবেন। সোনালি বালির উপর খালি পায়ে হেঁটে সমুদ্রের দিকে এগিয়ে যেতে আপনার এক অন্যরকম ভালো লাগবে। আর যেহেতু এই ভ্রমণে আপনার মাথাপিছু খরচ খুব একটা বেশি হবে না, তাই যে কোন উইকেন্ডেই আপনি ঢুঁ মেরে আসতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর