বাংলাহান্ট ডেস্ক : একটা সময় পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা উঠলেই আমাদের সবার মনে আসতো দার্জিলিংয়ের (Darjeeling) নাম। কিন্তু পর্যটন শিল্পের অগ্রগতির সাথে সাথে দার্জিলিংয়ের বিভিন্ন গ্রামগুলিও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন প্রতিবেদনে এর আগে আমরা দার্জিলিংয়ের এই অফবিট জায়গাগুলো (Offbeat Destination) সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজ তেমনই একটি জায়গা সম্বন্ধে বলতে চলেছি। মৌমাছিদের গ্রাম বিইস ‘গাঁও’ নিয়েই আমাদের আজকের আলোচনা।
দার্জিলিং শহর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে এই গ্রামের চারদিকে পাইন বনের সারি আপনার মন ভরিয়ে দেবে। তাকদা থেকে এই জায়গাটি খুবই কাছে। ৫০০০ ফুট উপরে অবস্থিত হওয়ায় এই জায়গার আবহাওয়া খুবই মনোরম ও শীতল। হেঁটেই আপনারা উপভোগ করতে পারবেন গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নার্সারি। প্রিয়জনের সাথে আপনি সময় কাটাতে পারেন পাইন বনেতেও। এখানে রয়েছে দুর্দান্ত একটি কাঠের বাংলো।
তিব্বতী মনাস্ট্রি, স্কুল ইত্যাদি রয়েছে এই গ্রামে। তিস্তা নদীর কোল বরাবর পাইন জঙ্গল আপনার মনকে ভরিয়ে তুলবে। এছাড়াও এই গ্রাম থেকে অপূর্ব শোভা দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। এই গ্রামের বিভিন্ন চা বাগানও আপনার মনকে আকৃষ্ট করবে। বিভিন্ন বিরল প্রজাতির প্রজাপতি ও বিভিন্ন পাখি এই গ্রামের পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ঘন জঙ্গলের মধ্যে রয়েছে একটি বাঁশের সেতু।
ব্রিটিশ আমলে তৈরি কাঠের বাংলোয় আপনারা চাইলে রাত কাটাতে পারেন। এছাড়াও এই গ্রামে রয়েছে হোমস্টে। এই হোমস্টেগুলির বাজেট ১০০০ থেকে ১৫০০ টাকা। এই গ্রামে আসার জন্য আপনাকে নিউ জলপাইগুড়ি থেকে প্রথমে পৌঁছাতে হবে দার্জিলিং। সেখান থেকে এই গ্রাম মাত্র ২৮ কিলোমিটার দূরে। দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন মৌমাছিদের এই গ্রামে। তারপর পরম শান্তি আর আতিথেয়তার মিশেলে সফর যে দারুণ হবে একথা বলাই বাহুল্য।