বাংলা হান্ট ডেস্ক: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) নির্দেশ অনুসরণ করে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি একের পর এক ৩০ দিনের বৈধতা বিশিষ্ট স্থায়ী প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। নির্দেশ অনুসারে Jio যখন ২৫৬ টাকার প্ল্যান লঞ্চ করেছে, তখন Airtel এবং Vodafone-Idea-ও প্রায় ৩০০ টাকার পাশাপাশি দু’টি প্ল্যান নিয়ে এসেছে।
তবে, এই দৌড়ে পিছিয়ে নেই BSNL-ও। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL ইতিমধ্যেই গ্রাহকদের জন্য এমনকিছু প্ল্যান নিয়ে এসেছে, যার বৈধতা পুরো মাস জুড়ে থাকে। বর্তমান প্রতিবেদনে গ্রাহকদের জন্য BSNL-এর খুব কম খরচের ৩০ দিনের বৈধতা বিশিষ্ট প্ল্যানগুলির প্রসঙ্গ উপস্থাপিত করা হল।
BSNL-এর ৭৫ টাকার প্ল্যান:
BSNL-এর এই সস্তা প্ল্যানের বিশেষত্ব হল এতে ডেটা এবং কলিং সহ অন্যান্য সুবিধা উপলব্ধ রয়েছে। এই প্ল্যানে গ্রাহকদের ৩০ দিনের বৈধতা দেওয়া হয়েছে। এর সাথে ভয়েস কলিং (লোকাল এবং ন্যাশনাল)-এর জন্য ২০০ মিনিট এবং ২ জিবি ডেটা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে গ্রাহকেরা বিনামূল্যে কলার টিউনের সুবিধাও পাবেন।
BSNL-এর ২৪ টাকার প্ল্যান:
এই প্ল্যানটির বৈধতাও ৩০ দিন। তবে, এটি একটি কলিং ভাউচার, যাতে ডেটা বা SMS-এর সুবিধা দেওয়া হয় না। এই প্ল্যানে ভয়েস কলিংয়ের (লোকাল এবং ন্যাশনাল) জন্য প্রতি মিনিটে ২০ পয়সা করে চার্জ নেওয়া হয়।
BSNL-এর ১০২ টাকার প্ল্যান:
আপনি যদি ডেটা, কলিং এবং SMS এই তিনটি সুবিধা পেতে চান, তাহলে BSNL-এর ১০২ টাকার প্ল্যানটি নিতে পারেন। এতে, ব্যবহারকারীকে ৩০ দিনের জন্য ১ জিবি ডেটা এবং ৬০০০ ভয়েস সেকেন্ড সহ ১০০ টি SMS-এর সুবিধা দেওয়া হয়।