বাংলা হান্ট ডেস্ক : মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সিয়াচেনে আবারও তুষার ধসের মুখোমুখি হয়ে নিহত হল ভারতীয় সেনারা। এবারও একই স্থান, 18000 ফুট উচ্চতায় সিয়াচেন। শনিবার সকালে ভারতীয় সেনাদের জওয়ানদের একটি দল সিয়াচেনে পাহারারত অবস্থায় ছিল। ঠিক সেই সময়েই তুষার ধসের মুখে পড়ে তাঁরা। যেহেতু ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে উদ্ধারকারী দলের ক্যাম্প তাই ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল এসে সকলকে উদ্ধার করলেও ওই দুই সেনা জওয়ানের মৃত্যু হয়।
এখনও অবধি তুষার ধসের কবলে পড়া বাকি তিন জওয়ান হাসপাতালে চিকিত্সাধীন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে সিয়াচেনে টহলদারি অবস্থায় সেনা জওয়ানরা প্রাণ হারিয়েছেন। গত 18 নভেম্বর তারিখেও এই একই ভাবে নিহত হয়েছেন 6 ভারতীয় জওয়ান, 8 জওয়ান সিয়াচেনের ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই টহলদারি অবস্থায় ছিল ঠিক সেই সময় ভয়াবহ তুষার ঝড়ের মুখোমুখি হন তাঁরা
এবং তুষারধসের চাপা পড়ে 6 জনের মৃত্যু হয়, যদিও ওই ঘটনায় ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়নি 6 জনকে।এভাবে বারবার সে আছে নিন এই প্রত্যন্ত প্রতিকূল অঞ্চলে তীব্র ঠান্ডার মধ্যে কর্তব্য পালন করতে হয় সেনা জওয়ানদের। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে অনেক চেষ্টা করেও 2 জনকে বাঁচানো সম্ভব হয়নি।