অফলাইন অতীত! এবার অনলাইনেই করতে হবে পড়ুয়াদের! পাল্টে গেল মাধ্যমিকের বড় নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ‘বড় পরীক্ষা’ হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে (Madhyamik Exam)। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা নিয়ে কমবেশি প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই একটা আলাদা উত্তেজনা কাজ করে। প্রথমবার বোর্ডের পরীক্ষা দেওয়া নিয়ে খানিক চাপে থাকেন অনেকে। এবার এই মাধ্যমিকের একটি নিয়মেই বদল করা হল। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

  • মাধ্যমিকের (Madhyamik Exam) কোন নিয়ম বদল হল?

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এবার অনলাইনেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া হবে। কবে থেকে এই ফর্ম ফিল আপ শুরু হবে? সেটাও ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে ডিসেম্বর মাস থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। পর্ষদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে এই প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৮ ডিসেম্বর রাত ১২টা অবধি।

আরও পড়ুনঃ ভাঙল তিলোত্তমার মূর্তি! রাতের অন্ধকারে দ্রোহের গ্যালারিতে যা হল … জোর শোরগোল!

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর তথ্য সেই ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে বিদ্যালয়গুলিকে। এর আগে পর্ষদের তরফ থেকে ক্যাম্প অফিস করা হতো। সেখানে অনেকে গিয়ে তথ্য জমা দিয়ে আসতেন। তবে এবার এই প্রক্রিয়া অনলাইনে করা হবে, জানিয়ে দিয়েছে পর্ষদ।

Madhyamik exam

এদিকে ২০২৫ সালের মাধ্যমিক (Madhyamik Exam) পরীক্ষার্থীরা বর্তমানে জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় নিজের সেরাটা দিতে চাইছেন প্রায় প্রত্যেকে। উল্লেখ্য, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৪ ফেব্রুয়ারি অবধি। ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে। তার আগে এবার ফর্ম ফিল আপ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করে দিল পর্ষদ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর