ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিপদের ঘণ্টা, মারাত্মক ফর্মে রয়েছে টিম ইন্ডিয়ার বড় শত্রু


বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে ভারত। তবে সমস্ত ক্রিকেট ফ্যানদের যে মহাযুদ্ধের দিকে নজর থাকবে তা রয়েছে ২৪ অক্টোবর। এদিন মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান, একদিকে যেমন প্রায় দুই বছর বাদে আইসিসি টুর্নামেন্ট মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তেমনি আবার এই ম্যাচের আগে ভালো ফর্মে রয়েছে দুই দলই।

সোমবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে যেমন ভারত হারিয়েছে ইংল্যান্ডকে তেমনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৩০ রানই তুলতে পেরেছিল শক্তিশালী ওয়েস্টইন্ডিজ। পাক বোলারদের আক্রমণের সামনে কার্যত দাঁড়াতে পারেননি কেউই। অন্যদিকে জবাবে ব্যাট করতে নেমেও দুরন্ত প্রদর্শন করল পাকিস্তান।

বিশেষত তাদের দুই ব্যাটসম্যান রয়েছেন দুরন্ত ফর্মে, যা আগামী দিনে ভারতের চিন্তার কারন হতে পারে। একদিকে যেমন অধিনায়ক বাবর আজম মাত্র ৪১ বলে ৫০ রানের সুন্দর ইনিংস উপহার দেন, তেমনি অন্যদিকে মাত্র ২৪ বলে ৪৬ রানের মারমুখী ইনিংস খেলেন ফাকহার জামানও। সোমবার চারটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন ফাকহার আর অধিনায়ক বাবর তার ইনিংস সাজিয়েছিলেন ছটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। তাদের এই সুন্দর ব্যাটিংয়ের দৌলতে মাত্র তিন উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

images 2021 10 19T163121.173

মনে রাখতে হবে ফাকহার জামানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালে ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। কার্যত তার সুন্দর সেঞ্চুরি এবং হাফিজ-আজহারের জোড়া হাফ সেঞ্চুরির সৌজন্যে ভারতের সামনে ৩৩৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সেবার ১৫৮ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। এবারও তাই বাবর এবং ফাকহারের এই ফর্ম ভাবাবে ভারতকে। যদিও এই ম্যাচের জন্য এখনও পর্যন্ত বড় দাবিদার ভারতই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর