ফের ২২ গজে ফিরছেন প্রাক্তন ভারত অধিনায়ক মিতালী রাজ, নিজেই ইঙ্গিত দিলেন সাক্ষাৎকারে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বেশ কিছুদিন কেটে গেছে মিতালী রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে একটি আবেগঘন পোস্ট করে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন মিতালী। ভারতের হয়ে খেলতে পেরে এবং দেশের অধিনায়কত্ব করতে পেরে যে তিনি গর্বিত তাও বললে করেছিলেন তিনি। সেই সঙ্গে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চলেছেন সেই ইঙ্গিতই নিজের পোস্টে দিয়েছিলেন তিনি। তবে তা সরাসরি মাঠে ব্যাট হাতে নেমে নয় বরং ক্রিকেটের উন্নতিকল্পে সাহায্য করতে তিনি কোনও ভুমিকা নেবেন বলে মনে করা হচ্ছিল। তবে এখন তার ফের একবার ব্যাট হাতে মাঠে ফেরার সম্ভাবনা দেখা গেল।

পুরুষদের আইপিএলের জনপ্রিয়তা দেখে মহিলাদের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আসন্ন বছর থেকে মহিলাদের আইপিএল শুরু করার কথা ভাবছে। ইতিমধ্যেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় মহিলা ক্রিকেটার দের জন্য নির্দিষ্ট টি-টোয়েন্টি লিগ রয়েছে। এবার ভারতেও সেই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ২০২৩ সাল থেকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে প্রথম মরশুমে ৬টি দলকে নিয়ে শুরু হতে পারে এই প্রতিযোগিতা। আর সেখানেই আরো একবার মাঠে ফিরতে পারেন মিতালী।

mitali

সম্প্রতি আইসিসির একটি পডকাস্ট মিতালীর সাক্ষাৎকার নেওয়া হয়। এই সাক্ষাৎকারে মিতালী নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু ইঙ্গিত দেন। মহিলা আইপিএলে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তিনি বলেছেন, “আমি এই অপশনটা বন্ধ করছি না তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। মহিলা আইপিএল শুরুর বেশ কিছুটা দেরি রয়েছে। তবে এই টুর্নামেন্টের যোগ দিতে পারলে আমার নিজের ব্যক্তিগত ভাবে ভালোই লাগবে।”

খুব শিগগিরই তাপসী পন্নু অভিনীত “সাবাস মিঠু” নামে মিতালীর বায়োপিক মুক্তি পেতে চলেছে। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন বাঙালি পরিচালক সৃজিত মুখার্জি। সেই সূত্রেই সম্প্রতি কলকাতার মাটিতে পা রেখেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেও একটি সাক্ষাৎকারে ভবিষ্যতে ক্রিকেটের প্রশাসনিক কোন দায়িত্ব পালনের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তিনি। তবে ২২ গজের প্রতি তার টান যে এখনও অক্ষুন্ন তা সম্প্রতি তার বক্তব্য থেকেই বোঝা গেছে। মহিলা আইপিএলের হাত ধরে তিনি যদি ক্রিকেটে ফেরেন তাহলে তার অনুরাগীরা অখুশি হবেন না।


Reetabrata Deb

সম্পর্কিত খবর