AbVP থেকে যাত্রা শুরু, BJP থেকে তিনবার বিধায়ক, মোদীর বিরুদ্ধে ময়দানে অজয় রাই! জানেন পরিচয়?

বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। আর তার আগে সমস্ত আসনে লড়াই করার জন্য বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করতে ব্যস্ত। গতকাল অর্থাৎ ২৩ মার্চ কংগ্রেস তাদের লোকসভা নির্বাচনের চতুর্থ তালিকা প্রকাশ করে। সেখানে মোট ১১ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে ৯ টি আসনে কংগ্রেস প্রার্থীর নাম সামনে এসেছে।

এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সংসদীয় এলাকা বারাণসী (Varanasi) থেকে লড়াই করার জন্য প্রার্থী করা হয়েছে অজয় রাইকে (Ajay Rai)। কিন্তু জানেন কি কে এই অজয় রাই? চলুন তার রাজনৈতিক জীবন সম্পর্কে জানাই আপনাদের।

আপনাদের জানিয়ে রাখি যে, বারাণসী আসন থেকে নরেন্দ্র মোদীর বিপরীতে ভোটে দাঁড়ানো অজয় রাই আসলে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। তবে অজয় রাইয়ের রাজনৈতিক জীবন শুরু হয় ABVP অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (Akhil Bharatiya Vidyarthi Parishad) থেকে। এছাড়া ১৯৯৬ থেকে ২০০৭ অবধি টানা তিনবার কোলাসলার বিধায়ক ছিলেন তিনি। কিন্তু লোকসভায় টিকিট না পেয়ে দল ছাড়তে বাধ্য হন অজয়।

আরও পড়ুন : KKR-কে জিতিয়েও হল না লাভ, BCCI-র কোপের মুখে হর্ষিত! ক্ষেপে লাল গাভাস্করও

উল্লেখ্য 5 বারের বিধায়ক অজয় রাই গত ২০১২ সালে কংগ্রেসে যোগ দেন। তারপর থেকে পিন্দ্রা বিধানসভা আসনে জয় লাভ করেন। কিন্তু ২০১৭ সাল থেকে টানা হারের মুখে পড়তে হয় তাকে। গত ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে ভোটে দাঁড়ান অজয়। আর এই দুইবারই পরাজয় স্বীকার করতে হয় তাকে।

আরও পড়ুন : লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ! হাওড়ায় যাত্রী স্বার্থে নয়া পরিষেবা চালু করল রেল

108738132

যদিও অজয় একা নন, বারাণসী আসনে পরাজয় স্বীকার করতে হয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং মাফিয়া মুখতার আনসারিকেও। দুই বারই বারাণসী থেকে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই আসনে আরো একবার জিতলে জয়ের হ্যাটট্রিক হতে চলেছে।

কবে ভোট হবে বারাণসীতে?
আগামী ১ জুন সপ্তম দফায় ভোট হবে বারাণসীতে। এরপর ফল ঘোষণা হবে ৪ জুন। ২৯ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করা হবে এবং প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ তারিখ ৬ মে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর