‘চীন ১০০ বার সীমা পার করলে, আমরা ২০০ বার করেছি”, এটা ১৯৬২ এর ভারত না, সেটা বুঝিয়ে দিলেন প্রাক্রন সেনা কম্যান্ডার

বাংলা হান্ট ডেস্কঃ সেনার উপ প্রধান লেফটিন্যান্ট জেনারেল এমএম নরবানে মঙ্গলবার বলেন, চীন যদি নিয়ন্ত্রণ রেখা ১০০ বার পার করে থাকে, তাহলে ভারতীয় সেনা ২০০ বার পার করেছে। উনি দাবি করে বলেন, চীন ডোকালামে গতিরোধ এর সময় গুন্ডাগিরি দেখিয়েছে। প্রাক্তন জেনারেল অফিসার কমান্ডিং ইন চীফ নরবানে বলেন, চীনের এটা বোঝা উচিত ভারতীয় সেনা ১৯৬২ তে ভারত-চীন যুদ্ধের সময় যেমন ছিল, এখন আর তেমন নেই।  চেম্বার অফ কমার্সের ডিফেন্ডিং ওভার বর্ডার্স অনুষ্ঠানে উনি বলেন, ‘ডোকালাম গতিরোধ থেকেই স্পষ্ট বোঝা যায় যে, ভারতীয় সেনা আর কমজোর নেই।”

a 11

উনি বলেন, ভারত ১৯৬২ এর থেকে অনেক এগিয়ে গেছে। আর ২০১৭ সালে ডোকালাম গতিরোধের সময়েও চীনের প্রস্তুতির খামতি দেখা যাচ্ছিল। নরবানে বলেন,’চীন ভেবেছিল তাঁরা গুন্ডাগিরি করে পার পেয়ে যাবে, কিন্তু আমদের সেনারাও দাদাগিরির সামনে বুক ঠুকে দাঁড়িয়েছিল।” তিনি বলেন, আমাদের সেনা যেকোন প্রকারের শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত। উনি বলেন, ডোকালাম গতিরোধের পর অনেক গতিবিধির কথায় আমাদের কানে এসেছে। নরবানে বলেন, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যে না যে, দুই তরফ থেকেই গতিরোধ হয়েছিল। সেটা গোটা বছরই চলেছিল, প্রতি বছরই চলে। তাঁরাও দুটি নতুন ব্যারাক বানিয়েছিল, আমরাও দুটি নতুন ব্যারাক বানিয়েছি।

নরবানে আরও বলেন, ‘যদি আমরা বলি যে, চীন বিতর্কিত এলাকায় ১০০ বার প্রবেশ করেছে, তাহলে আমরাও সেখানে ২০০ বার গেছি। এটা কোনদিনও একতরফা ছিল না। ওরাও নিজেদের ওয়ার রুমে অভিযোগ জানিয়েছে যে, আমরাও সেখানে সহস্রবার প্রবেশ করেছি। প্রাক্তন সেনা কম্যান্ডার ১৯৬২ এর যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, ওটা ভারতের সেনা না, রাজনৈতিক পরাজয় ছিল। সমস্ত সেনা দাপিয়ে লড়াই করেছিল চীনের বিরুদ্ধে। কোন ভারতীয় সেনাকে চীনের সাথে লড়াইয়ের কথা বললে, তাঁরা বুক উঁচু করে তাঁদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিল।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর