বাংলা হান্ট ডেস্ক: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই সিরিজে পরাজয়ের জন্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) প্রবল সমালোচনার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, তাঁর পারফরম্যান্স থেকে শুরু করে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, এবার রোহিত শর্মাকে নিয়ে চরম বিদ্রুপ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ। যেই বিষয়টি ইতিমধ্যে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতীয় অধিনায়ককে (Rohit Sharma) চরম বিদ্রুপ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের:
মূলত, কাটিচ বলেছেন যে, রোহিত শর্মার (Rohit Sharma) “সেন্স অফ হিউমার” অত্যন্ত ভালো। আর সেই কারণেই তাঁর স্ট্যান্ড-আপ কমেডি করা উচিত। জানিয়ে রাখি যে, রোহিত শর্মা সিডনি টেস্ট ম্যাচ চলাকালীন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। যেটি নিয়ে অনেক আলোচনা হয়। পাশাপাশি, ওই টেস্ট ম্যাচ তিনি খেলেননি। যার ফলে তাঁরা অবসরের বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও, ওই সাক্ষাৎকারে রোহিত জানান, “আমি যথেষ্ট পরিণত। দুই সন্তানের পিতাও। আমি জানি আমি জীবনে কি চাই। আমি বিশ্বাস করতে পারছি না পাঁচ মাস পর কি হবে। আমি বর্তমানের দিকে মনোযোগ দিতে চাই। এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়।”
তিনি আরও জানান যে, “আমি ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারিনি। তাই এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।” এর পাশাপাশি রোহিত শর্মা (Rohit Sharma) বলেন যে “আমি দীর্ঘদিন ধরে এই গেমটি খেলছি। আমাকে কখন অবসর নিতে হবে, কখন বাইরে বসতে হবে তা বাইরে থেকে কেউ সিদ্ধান্ত নিতে পারে না।”
আরও পড়ুন: এবার টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তনের জন্য প্রস্তুত ICC! ভারত সহ এই ৩ বোর্ডের সাথে হবে আলোচনা
রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে সাইমন কাটিচের বড় প্রতিক্রিয়া: এদিকে, রোহিত শর্মার এই সাক্ষাৎকার নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ। স্টার স্পোর্টসের সাথে কথোপকথনের সময়ে তিনি বলেন, “রোহিত শর্মার পরিসংখ্যান দেখলে বোঝা যায়, সেটা ভালো নয়। দলের স্বার্থে নিজেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”
আরও পড়ুন: নিজেদের ব্যবস্থা নিজেকেই করতে হবে! নতুন বছরে টাটা গ্রুপে বড় পরিবর্তন, থেমে গেল বহু বছরের ঐতিহ্য
এর পাশাপাশি তিনি এটাও জানান যে, “আমি রোহিত শর্মার (Rohit Sharma) সেই সাক্ষাৎকারটি দেখেছি। যেখানে তিনি খুব ভালো কথা বলেছেন। কোনও সন্দেহ নেই যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে, স্ট্যান্ড-আপ কমেডিতে তাঁর ভবিষ্যত আছে। কারণ তাঁর সেন্স অফ হিউমার অত্যন্ত ভালো।” প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজে ব্যাট হাতে রোহিত শর্মার পারফরম্যান্স আদৌ ভালো ছিল না। সেই কারণে সিডনি টেস্টে দলের প্লেয়িং ইলেভেনে তিনি ছিলেন না।