‘বন্দুক নিয়ে যুদ্ধে যেতে তৈরি’! কাশ্মীর-কাণ্ডের পরেই রণহুঙ্কার অর্জুন সিংয়ের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছে কাশ্মীর। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৬ জনের। এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ। ‘বদলা’ চাইছেন অনেকে। এই পরিস্থিতিতে রণহুঙ্কার দিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বন্দুক নিয়ে যুদ্ধে যেতে তৈরি, জানালেন পদ্ম নেতা।

পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে তৈরি! জানালেন অর্জুন (Arjun Singh)

গত মঙ্গলবার পর্যটকে ভরপুর বৈসরণে জঙ্গি হামলা হয়। ২৬ জন নিরীহ মানুষকে গুলি করে খুন করে জঙ্গিরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপরাধীদের রেহাই নেই। একের পর এক পদক্ষেপ নিচ্ছে দেশ। এই আবহে যুদ্ধে যেতে তৈরি বলে জানালেন বিজেপি নেতা।

অর্জুন সিং বলেন, আমায় যদি এই দেশের আইন, আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেন এদেশের সকল নাগরিককে পাকিস্তানে (Pakistan) যুদ্ধে যেতে হবে, তাহলে আমি প্রথম মানুষ হব যে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করতে তৈরি থাকব। আপনি জানেন না, আমাদের পরিবারের প্রায় ৭০ থেকে ৮০ জন দেশের সেনাবাহিনীতে প্যারা মিলিটারিতে কর্মরত।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে টানা ৫ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের কথায়, আমরা রাষ্ট্রবাদী পরিবার। আমরা সনাতনীকে মানি। পাকিস্তান, বাংলাদেশ কেন সিরিয়াতেও যেতে রাজি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গে জেহাদিদের নিয়ে সনাতনীদের ওপর যেভাবে অত্যাচার করছে, কাশ্মীরের বুকে যেভাবে সনাতনী হিন্দুদের খুন করা হয়েছে, পর্যটকদের খুন করা হয়েছে… সুযোগ পেলে পাকিস্তানকে জ্বালিয়ে আসব।

Arjun Singh

উল্লেখ্য, বঙ্গ রাজনীতির ‘বাহুবলী’ নেতাদের মধ্যে একজন হলেন অর্জুন সিং (Arjun Singh)। একদা শাসকদল তৃণমূল কংগ্রেসের অংশ ছিলেন। তবে বর্তমানে বিজেপিতে রয়েছেন তিনি। এবার সেই দাপুটে নেতাই জানিয়ে দিলেন, দরকার পড়লে অস্ত্র হাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে তৈরি। প্রধানমন্ত্রী যুদ্ধে যাওয়ার আহ্বান করলে তিনি সবার আগে অস্ত্র হাতে তৈরি থাকবেন বলে জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X