‘রাজনীতিতে অনেক রকম…’! কয়েক কোটির সম্পত্তি লুকিয়েছেন অগ্নিমিত্রা? মুখ খুললেন দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তিনি। সেই সঙ্গেই মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্পষ্ট কথা মুখের ওপর বলতে তিনি সিদ্ধহস্ত। এবার সেই দাপুটে রাজনীতিকই দলের বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) ‘সম্পত্তি বিতর্ক’ নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রায় সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি ‘লুকোনো’র অভিযোগ উঠেছে। এবার সেই নিয়েই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

চব্বিশের লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রাকে দাঁড় করিয়েছিল বিজেপি। তৃণমূলের জুন মালিয়ার কাছে তিনি পরাজিত হন। সেই নির্বাচনের বছরখানেকের মাথায় অগ্নিমিত্রার বিরুদ্ধে সম্পত্তির কথা গোপন করার অভিযোগ আনা হল। ইতিমধ্যেই এই নিয়ে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও রাজ্যপালকে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একজন ভোটার।

শ্যামল রায় নামের ওই ব্যক্তির অভিযোগ, গত বছর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) আগে প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা যে হলফনামা দাখিল করেছিলেন, সেখানে নিজের বেশ কিছু সম্পত্তির কথা তিনি গোপন করেছিলেন। ওই হলফনামায় নিজের স্বামীর আয়ও অগ্নিমিত্রা উল্লেখ করেননি বলে অভিযোগ। এবার এই ইস্যুতেই মুখ খুললেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ আর মিলবে না ‘এই’ ভাতা! হঠাৎ জারি করা হল নির্দেশিকা! সরকারি কর্মীদের জন্য খারাপ খবর

এদিন খড়্গপুর পুরসভার ৩২ নং ওয়ার্ডে এমপি ল্যাডের একটি রাস্তা তৈরির সুবাদে এসে এই নিয়ে মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘আমি জানি না সত্যি মিথ্যা কী। তবে কমিশন যদি জানতে চায়, উনি (অগ্নিমিত্রা) তার সঠিক তথ্য দেবেন। অনেকের ক্ষেত্রে এসব অভিযোগ হয়ে আসছে। বিষয়টি নির্বাচন কমিশনের হাতে রয়েছে। কী হওয়া উচিত সেটা তারা ঠিক করবেন’।

dilip ghosh

এখানেই না থেমে দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, ‘কে অভিযোগ করেছে বলতে পারছি না। ভেতরের লোক, বাইরের লোক, রাজনীতিতে অনেক রকম যোগসাজশ থাকে। কেউ না কেউ অভিযোগ করে দেয়। যাই হোক, অভিযোগ করলে তার জায়গা রয়েছে। নির্বাচন কমিশন দেখবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর