বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের নানান প্রান্তে ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী প্রতিবাদ হচ্ছে। এর জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল জঙ্গিপুর, মুর্শিদাবাদে। এই অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক। এমতাবস্থায় মুখ খুললেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির (BJP) সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হিন্দুদের বাড়িতে লুঠ, মন্দির কেন ভাঙা হবে? প্রশ্ন তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ (Dilip Ghosh)!
নববর্ষের সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খোলেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘সীমান্তের জেলাগুলি প্রায় হিন্দু শূন্য হয়ে আসছে। বারংবার এই ধরণের ঘটনা ঘটেছে। হিংসা, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ঘর, বাড়ি ছেড়ে হিন্দুরা পালিয়ে যাচ্ছেন। প্রশাসন এতটাই অমানবিক, তাদের বিন্দুমাত্র সহানুভূতি নেই। মেয়র বলছেন, রাজ্যের মধ্যেই তো আছেন। আমি বলছি, কলকাতা ছেড়ে মেয়র বীরভূমে গিয়ে থাকুক। তাহলে কষ্টটা বুঝতে পারবেন’।
দিলীপের (Dilip Ghosh) প্রশ্ন, কোনও প্রকার সুরক্ষা নেই, এটা কি ইজরায়েল, সিরিয়া হয়ে গেল? হিন্দুদের বাড়িতে লুঠ, মন্দির কেন ভাঙা হবে? প্রশ্ন করেন তিনি। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও সুর চড়ান।
বিজেপি নেতার কথায়, ‘কয়েক বছর ধরে আমরা বলে আসছি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত চলছে। সেটা না হলে সীমান্তবর্তী একের পর এক জেলা কেন হিন্দু শূন্য করার চেষ্টা হচ্ছে?’
এখানেই না থেমে দিলীপ প্রশ্ন করেন, হিংসার কোনও আগাম খবর প্রশাসনের কাছে কেন ছিল না? পুলিশ জানার পর চুপ করে থাকল? পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন নিয়েও এদিন মুখ খোলেন তিনি। পদ্ম নেতা বলেন, পয়লা বৈশাখের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কী সম্পর্ক? উৎসব উৎসব করে রাজ্যটাক শেষ করে দেওয়া হয়েছে। হিন্দুদের ইচ্ছাকৃতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
সোমবার আইএসএফের ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘অন্য রাজ্যে আন্দোলন নেই কেন? তাহলে কি ওয়াকফ নিয়ে মমতা আন্দোলন করাচ্ছেন? মমতার সম্প্রীতির খেসারত দিতে দিতে রাজ্য হিন্দুশূন্য হয়ে যাচ্ছে। সব দায় মমতা এবং তাঁর সরকারের। বিধায়করা দাঁড়িয়ে গণ্ডগোল তৈরি করছেন। আশা করব, সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সংকট, উত্তেজনার আবহে নতুন বছর শুরু হলেও বছর শেষে ঠিকই ভালো দিন আসবে’।
উল্লেখ্য, বরাবরই স্পষ্ট কথা মুখের ওপর বলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঝাঁঝালো মন্তব্য করতে পিছপা হন না। বিগত কয়েকদিন ধরে বেশ ‘ফর্মে’ দেখা যাচ্ছে তাঁকে। রাজ্য রাজনীতির নানান ইস্যু নিয়ে সরব হচ্ছেন এই বিজেপি নেতা।