‘শুধু রামনবমীতে এত নিষেধাজ্ঞা কেন?’ কেষ্টপুরে মিছিল আটকাল পুলিশ, ফুঁসে উঠলেন লকেট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি পা মিলিয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এবার যেমন কেষ্টপুরে রামনবমীর শোভাযাত্রা (Ram Navami Rally) আটকাতেই ফুঁসে উঠলেন বিজেপি নেত্রী তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ‘যত আটকাবে তত বেরবো’, বলেন তিনি।

তুমুল কথা কাটাকাটিতে জড়ালেন লকেট (Locket Chatterjee)!

এদিন নিউটাউনের হনুমান মন্দির থেকে শোভাযাত্রা বেরিয়েছিল। স্কুটি নিয়ে সঙ্গে ছিলেন পদ্ম নেত্রী লকেট। তবে এই মিছিল কেষ্টপুরে ঢুকতেই পুলিশ তা আটকে দেয়। দাবি করা হয়, নির্দিষ্ট রুটে মিছিল যাচ্ছে না। সেই কারণে আটকে দেওয়া হয়েছে এই শোভাযাত্রা।

জানা যাচ্ছে, মিছিলে অংশগ্রহণকারীরা সেকথা শুনতে চাননি। যে কারণে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দেয়। এরপর সেই ব্যারিকেড সরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হুগলির প্রাক্তন সাংসদ।

আরও পড়ুনঃ ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’! রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি! জলের বোতল, মিষ্টির প্যাকেট দিলেন মুসলিমরা

সাময়িক গণ্ডগোলের পর মিছিলের রুট বদলে নেন রামভক্তরা। ফের নির্দিষ্ট রুটে শোভাযাত্রা এগোতে শুরু করে। এদিকে মিছিল আটকানো নিয়ে ফুঁসে ওঠেন লকেট। বিজেপি (BJP) নেত্রীর প্রশ্ন, ‘শুধু রামনবমীতে এত নিষেধাজ্ঞা কেন? অন্য সময় পুলিশ কেন কিছু বলে না? পার্ক সার্কাসের ওপর দিয়ে যখন হেলমেট না পরে চলে যায়, সেই সময় পুলিশ কেন দাঁড়িয়ে দেখে’?

bjp leader locket chatterjee

লকেট বলেন, ‘দুর্গাপুজো যেমন পালিত হয়, সেই রকমই রামনবমী পালিত হচ্ছে। রামনবমী একটা আবেগ। যত আটকাবে আমরা তত বেরবো’।

এদিকে রামনবমীর দিন যাতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই কারণে তৎপর পুলিশ প্রশাসন। গত ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল অবধি রাজ্যের সকল পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এদিন যেমন নির্দিষ্ট রুট দিয়ে না যাওয়ায় কেষ্টপুরে রামনবমীর শোভাযাত্রা আটকে দেয় পুলিশ। যা নিয়ে বচসায় জড়ান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। শুধুমাত্র রামনবমীতে এত নিষেধাজ্ঞা কেন? প্রশ্ন তোলেন হুগলির প্রাক্তন সাংসদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X