বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর ২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিলিয়ান ফুটবল দল কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি। ২০১৮ সালে বেলজিয়ামের কাছে ২-১ ফলে হেরে ব্রাজিলের সফর শেষ হয়েছিল। ২০২২-এ, রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ দল, ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছেন নেইমাররা।
এই হারের পর যথেষ্ট সমালোচনা হয়েছিল ব্রাজিলিয়ান কোচ টিটের। অনেক ফুটবল বিশেষজ্ঞই একমত হয়েছিলেন এই ব্যাপারে যে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিল খারাপ খেলেনি, কিন্তু টিটের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ব্রাজিলকে সেই দিন হতাশ হতে হয়েছিল। যাবতীয় সমালোচনার দায় নিয়েই কাতার ছেড়েছিলেন ব্রাজিলিয়ান কোচ।
কিন্তু দেশে ফিরেও তার দুর্গতি কাটছে না। রিও দি জেনেইরো শহরে গত শুক্রবার সকালবেলা ব্রাজিলিয়ান কোচকে হেনস্থা হতে হয়েছে ডাকাতদের হাতে। তার গলার সোনার চেইন ছিনিয়ে পালিয়েছে ছিনতাইবাজরা। সেই সঙ্গে ব্রাজিল কি করে তার কোচিংয়ে পরপর দুইবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল সেই নিয়েও তাকে কথা শুনিয়েছেন দুষ্কৃতীরা।
টিটে নিজের আগের কথা মতোই ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের শেষে ম্যানেজারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার কোচিংয়ে চলতি বিশ্বকাপে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল জয় পেলেও ক্যামেরুন এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে তাদের।
২০১৬ সালে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টিটে। তার কোচিংয়ের সময়কালে ব্রাজিল একটি কোপা আমেরিকার খেতাব জিতেছে এবং একবার রানার্সআপ হয়েছে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে নিজের দেশকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। ৬১ বছর বয়সী টিটের কোচিংয়ে ব্রাজিল মোট ৮০টি ম্যাচ খেলে তার মধ্যে ৬১টি ম্যাচে জয় পেয়েছে।