শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে, করোনা আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন প্রাপ্তন অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ ফের শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে। করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন আরও এক মহান ক্রিকেটার। করোনা আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারালেন ওড়িশা ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক প্রশান্ত মহাপাত্র। বুধবার সকাল 8 টা নাগাদ তার মৃত্যুর খবর জানা যায়।

প্রশান্ত মহাপাত্র উড়িষ্যার অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলা শুরু করেন তারপর উনার ক্রিকেট বিস্তার ঘটে। 1990 সালে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে প্রশান্তের। তারপর দেওধর ট্রফি, দিলীপ ট্রফি প্রায় সব ক্ষেত্রেই নিজের নাম উজ্জ্বল করেছেন প্রশান্ত। ওড়িশা ক্রিকেট দলের অধিনায়কত্বের ভূমিকাও পালন করেছেন দীর্ঘদিন।

   

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতবাসী। ইতিমধ্যেই বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ জন করোনার কারনে প্রাণ হারিয়েছেন। এবার প্রাণ হারালেন উড়িষ্যা ক্রিকেট দলের প্রাপ্তন অধিনায়ক প্রশান্ত মহাপাত্র।

n2812036468216111a5546c0183a18671b159547fac4d4559bfc03a6cfe8711c67a05d6697

করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন আগেই ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তারপর থেকে ক্রমশ তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। ভেন্টিলেশনে রেখে ডাক্তাররা তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন কিন্তু সবকিছু ব্যর্থ হয়ে গেল, করোনা কেড়ে নিল প্রশান্তর জীবন। বুধবার সকাল আটটা নাগাদ ভুবনেশ্বরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হরভজন সিং, সুরেশ রায়নারা।

ad2
Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর