বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক টেট (Primary Tet) সংক্রান্ত দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে ফের একবার বড়সড় স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আগামী ১০ ই অক্টোবর পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হবে না সিবিআই (CBI)। এদিন মানিক ভট্টাচার্যের স্পেশালি লিভ পিটিশনের শুনানি চলাকালীন এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সরগরম বঙ্গ রাজনীতি। একের এক শিক্ষা আধিকারিকদের গ্রেফতার করা হয়ে চলেছে। এর মাঝে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়ে তাঁকে।
এর মাঝেই কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, ২০১৪ প্রাথমিক টেট পরীক্ষায় মোট ১২ লক্ষ উত্তরপত্র নষ্ট করা হয়েছে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিককে সিবিআইয়ের নিকট উপস্থিত হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে সিবিআই চাইলে তাকে গ্রেফতার পর্যন্ত করতে পারে বলে রায় দেন বিচারপতি।
পরবর্তীতে সুপ্রিম কোর্টের নিকট উপস্থিত হলে পরপর দুবার মানিক ভট্টাচার্যকে স্বস্তি দিয়ে আদালত রায় দেয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই আর এদিন ফের একবার সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এদিন আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় যে, টেট দুর্নীতি মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত মানিক ভট্টাচার্য একইসঙ্গে তাঁকে গ্রেফতার করার প্রয়োজন রয়েছে বলেও জানান সিবিআইয়ের আইনজীবী। তবে আদালত সূত্রে খবর, এদিন ধীর গতির তদন্তর জন্য সিবিআইকেই পাল্টা ধমক দেন বিচারপতি। সবশেষে এদিন শুনানির রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট অর্থাৎ আগামী ১০ ই অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না তারা। তবে এক্ষেত্রে মানিককে তদন্তে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে আদালত।