বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের প্রবণতা। দিনকয়েক আগেই ফারুক আবদুল্লাহার (Farooq Abdullah) মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে জোটের মধ্যে। আর এবার দলবদলের ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। গত শনিবার তিনি তার ছিন্দওয়ারা সফর বাতিল করে ভোপাল হয়ে দিল্লি যান। তার সঙ্গে রয়েছেন তার সাংসদপুত্র নকুল নাথও।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে বিজেপির (Bhartiya Janta Party) জাতীয় সম্মেলন। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব, বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা সহ রাজ্য বিজেপির অনেক তাবড় তাবড় নেতা। সূত্রের খবর, শুক্রবার ছিন্দওয়ারায় কমলনাথ ও তার সাংসদ পুত্র নকুল নাথ তাদের সমর্থকদের সাথে একটি বৈঠক সেরেছেন। তারপর থেকেই তার বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হয়েছে।
যদিও কংগ্রেসের ছিন্দওয়ারা জেলা সভাপতি বিশ্বনাথ ওকটে বলেন যে, ‘এটি কেবল একটি আলোচনা। এরকম কিছুই ঘটতে যাচ্ছে না। বিকেলে ছেলে নকুল নাথকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন কমলনাথ।’ অন্যদিকে কংগ্রেস তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছিন্দওয়ারার সাংসদ নকুল নাথের বায়ো সরিয়ে দিয়েছে। তারপর থেকেই কিছু ঘনিষ্ঠ নেতার ফোনও নাকি বন্ধ।
আরও পড়ুন : ইনস্টাগ্রামে প্রেম, ভালোবাসার টানে বাড়ি, ধর্ম ছাড়লেন মুসলিম তরুণী! নাসিমা থেকে হলেন মীনাক্ষী
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মার পাশাপাশি বিজেপির অনেক সিনিয়র নেতা বলেন, ‘কমলনাথকে দলে স্বাগত জানানো হচ্ছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভিডি শর্মা বলেছিলেন, ‘কংগ্রেস রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। এই প্রতিবাদের কারণে যে কংগ্রেসিদের মনে কোনো কষ্ট আছে এবং বিজেপিতে যোগ দিতে চান, তাদের জন্য দরজা খোলা।’
আরও পড়ুন : ‘যেখানে সেখানে হাত’, পরীক্ষার আগে ছাত্রীদের ‘পোশাক খুলে’ তল্লাশি! ধুন্ধুমার কাণ্ড মালদার মাদ্রাসায়
এদিকে কংগ্রেসের কর্মসূচিতে কমলনাথকে দেখা যাচ্ছে না। দিন কয়েক আগেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। এরপর থেকেই জল্পনা জোরদার হয় যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি অযোধ্যায় যেতে পারেন কমলনাথ এবং নকুলনাথ। সেই দিনই তিনি বিজেপির সদস্যপদ নিতে পারেন বলেই খবর।