EXCLUSIVE: ‘৩০ তারিখ মানুষ এর জবাব দেবে”, জল্পনা ছড়াতেই মুখ খুললেন অশোক দিন্দা

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের হারের পর থেকেই বঙ্গ বিজেপি প্রমাদ গুনছে কে যায়, কে যায় করে। ইতিমধ্যে মুকুল রায়ের মতো দুঁদে রাজনৈতিকবীদ, বাবুল সুপ্রিয়র মতো উঠতি তথা জনপ্রিয় নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছেন। এছাড়াও এখনও অনেক বিজেপি বিধায়ক আর সাংসদ তৃণমূলে যাওয়ার জন্য মুখিয়ে আছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

আর এরই মধ্যে জল্পনা উঠেছিল যে, ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা (Ashoke Dinda) বিষম খাচ্ছেন। এমনও খবর রটেছে যে, অশোকবাবুর নিরাপত্তা তুলে নিয়েছে কেন্দ্র। পাশাপাশি অশোক দিন্দার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাও রটেছে। চারিদিকে নানান জল্পনা ছড়ানোর পর অবশেষে মুখ খুললেন ক্রিকেটার থেকে জননেতা হওয়া বিধায়ক অশোক দিন্দা।

মনে করিয়ে দিই, একুশের নির্বাচনে ময়না কেন্দ্রে ভোট গ্রহণের দিন তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেদিন তিনি পণ করে বলেছিলেন, তৃণমূলকে হারানোর জন্য সবকিছু করতে রাজি আছি। এরপর গণনার দিন প্রথমবার ওনাকে জয়ী ঘোষণা করলেও বেঁকে বসেন ওনার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূলের প্রার্থী। এরপর আবারও গণনা হলে অশোক দিন্দা আরও ভোট নিয়ে জয়ী হন।

Ashok Dinda tw

সম্প্রতি ওনাকে নিয়ে ছড়ানো জল্পনার কারণে ওনার সঙ্গে যোগাযোগ করেছিল বাংলা হান্ট। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ওনাকে নিয়ে বাজারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, ওনার নিরাপত্তা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো।

ময়নার বিধায়ক অশোক দিন্দা জানান, উনি ভালো কাজ করছেন বলেই তৃণমূল ওনাকে নিয়ে এমন ভুয়ো খবর ছড়াচ্ছে। বিধায়ক বলেন, আমি ভবানীপুরে মানুষের দরজায় দরজায় গিয়ে  বিজেপির প্রার্থীর হয়ে ভোট চাইছি আর এটাই তৃণমূলের সহ্য হচ্ছে না। তিনি জানান, মানুষের পাশে থাকছি বলেই তৃণমূল আমাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে বাজার গরম করতে চাইছে এবং আমাকে ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে।

ashoke dinda 1

অশোক দিন্দা জানান, তৃণমূলের এই চক্রান্ত সফল হবে না। আগামী ৩০ সেপ্টেম্বর মানুষ এর জবাব দেবে। বিধায়ক বলেন, আমি বিজেপিতে স্বাচ্ছন্দ ভাবেই রয়েছি তাই অন্যদলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর