অবৈধ নির্মাণের বিরুদ্ধে হাই কোর্টে মামলা, পুরসভার কাছে রিপোর্ট চাইতেই খুনের হুমকি প্রাক্তন DSP-কে!

বাংলা হান্ট ডেস্কঃ গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে শিরোনামে রয়েছে বেআইনি নির্মাণ। রাজ্যের নানান প্রান্ত থেকে অবৈধ নির্মাণ সংক্রান্ত নানান খবর সামনে এসেছে। এবার যেমন শিলিগুড়ির বাবুপাড়ায় প্রাক্তন DSP-র বাড়ির পাশে একজন প্রোমোটার অবৈধ নির্মাণ করছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অবধি।

নিয়ম অনুযায়ী সাড়ে ৩ ফুট জমি না ছেড়েই প্রাক্তন DSP-র বাড়ির পাশে ওই নির্মাণ (Illegal Construction) তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, এই নিয়ে কাউন্সিরলর, পুরসভা, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন DSP অভিজিৎ সাহা। কিন্তু তা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ অবধি হাই কোর্টের দ্বারস্থ হন DSP পদমর্যাদার অবসরপ্রাপ্ত ওই পুলিশ অফিসার।

এই মামলায় হাই কোর্ট পুরসভার কাছ থেকে রিপোর্ট চেয়েছে। আর তারপর থেকেই প্রাক্তন DSP-কে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তাঁর বাড়ি লক্ষ্য করে ইটও ছোঁড়া হচ্ছে। প্রোমোটারের লোকেরা মুখ ঢেকে খুনের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।  অভিজিৎবাবু এই প্রসঙ্গে বলেন, ‘ভীষণ অসহায় বোধ করছি। বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে। আমায় হুমকি দেওয়া হচ্ছে’।

আরও পড়ুনঃ এখনই কমছে না বৃষ্টি! সপ্তাহভর কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিসের বিরাট আপডেট

এই বিষয়ে স্থানীয় কাউন্সিরলর সিক্তা রায় বলেন, ‘অভিজিৎবাবু এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এবার আইন অনুযায়ী পুরসভা পদক্ষেপ গ্রহণ করবে’। অন্যদিকে যে প্রোমোটারের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ, সেই গণেশ দাস প্রাক্তন DSP-র বাড়িতে ঢিল ছোঁড়া এবং হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গেই বলেন, ‘আমার নির্মাণে বেআইনি কিছু থাকলে পুরসভা ভেঙে দিক। আমি কিছু বলতে যাব না’।

Calcutta High Court

এদিকে শিলিগুড়ি (Siliguri) এবং তার পার্শ্ববর্তী এলাকায় একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। অভিজিৎবাবুর দাবি, তাঁর বাড়ির পাশে যে অবৈধ নির্মাণ হচ্ছে এই নিয়ে তিনি গত ২৮ এপ্রিল পুরসভায় অভিযোগ দায়ের করার পরেই তাণ্ডব শুরু হয়। প্রশাসনের তরফ থেকে কোনও রকম সুরাহা না হওয়ায় গত ১৮ জুন হাই কোর্টে মামলা করেন। এরপর থেকেই তাণ্ডবের মাত্রা আরও বাড়ে। প্রাক্তন DSP বলেন, স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন। পরিস্থিতি যদি এমন থাকে তাহলে বাইরে বেরনো কঠিন হয়ে পড়বে। ‘পুলিশের চাকরি করে এতদিন ধরে সমাজসেবা করার কি এটাই পুরস্কার?’ প্রশ্ন অভিজিৎবাবুর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর