গুরুতর অসুস্থ কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম, ভর্তি হাসপাতলে

বাংলাহান্ট ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাঁচ ও ছয়ের দশকের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। এদিন সাকালে উত্তরপাড়ার ফ্ল্যাটে হটাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি পাড়ার ছেলেরা তাকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

আদতে হায়দারাবাদের বাসিন্দা তুলসীদাস ( Tulsidas Balaram ) । কলকাতায় ইস্টবেঙ্গলের ( East Bengal ) হয়ে খেলতে এসে এখানেই থেকে যান তিনি। উত্তরপাড়ার একটি দুকামরার ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। এদিনের অসুস্থ হওয়া প্রসঙ্গে চিকিৎসকরা জানান, ৮০ পেরিয়ে যাওয়া এই কিংবদন্তি মূলত বার্ধক্যজনিত কারণেই এদিন অসুস্থ হয়ে পড়েন।

Olympian Tulsidas Balaram hospitalized on Tuesday | XtraTime | To get the best and exclusive sporting news, keep watching XtraTime

প্রসঙ্গত, পাঁচ ও ছয়ের দশকের এই ফুটবলারের অপর দুই ছায়াসঙ্গী চুনী ও পিকে গতবছরই কয়েকমাসের ব্যবধানে মারা যান। তাঁদের তিনজনকে সে সময় ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ বলে চিনতো লোকজন। জানিয়ে দি, তুলসিদাস যে ফ্ল্যাটে থাকেন, তার দেওয়ালে তিনি লিখে রেখেছেন, তিনি মারা গেলে তাঁর দেহ যেন দাহ না করা হয়, তিনি দেহ দান করতে চান।

ষাটের দশকে ময়দান দাপানো এই ফুটবলার শনিবারই বাথরুমে পড়ে গিয়েছিলেন বলেও জানা যাচ্ছে। তাতেই তিনি গুরতর চোট পান। তুলসীদাস ১৯৬১ সালে ইস্টবেঙ্গলের অধিনায়কও ছিলেন। পরে শারীরিক অসুস্থতার কারণে অবসর নেন। তিনি জাতীয় দলেও খেলেছেন।


সম্পর্কিত খবর