বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার হরিয়ানা বোর্ড, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা INLD সুপ্রিমো চৌধুরী ওম প্রকাশ চৌটালাকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণের মার্কশিট প্রদান করেছে। মূলত, বীর শিরোমণি মহারানা প্রতাপের ৪২৮ তম জন্মবার্ষিকী উদযাপন করতে প্রধান অতিথি হিসাবে সোমবার উপস্থিত হয়েছিলেন চৌটালা। ভিওয়ানিতে পৌঁছতেই, হরিয়ানা শিক্ষা বোর্ডের আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিটগুলি তাঁর হাতে তুলে দেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ওম প্রকাশ চৌটালা ২০১৯ সালে দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন। যদিও, সেই সময়ে তিনি ইংরেজির পরীক্ষাটি দিতে পারেননি। এদিকে, এই পরীক্ষা না দেওয়ার কারণে হরিয়ানা স্কুল শিক্ষা বোর্ড তাঁর দ্বাদশ শ্রেণির ফলাফলও আটকে রেখেছিল। এমতাবস্থায়, ২০২১ সালের আগস্টে, তিনি সংশ্লিষ্ট ইংরেজি পরীক্ষাটি দেন এবং ৮৮ শতাংশ নম্বরও পান।
৮৭ বছর বয়সে দশম এবং দ্বাদশ শ্রেণি পাশ:
প্রাক্তন মুখ্যমন্ত্রী ৮৭ বছর বয়সেই প্রথম বিভাগে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছেন। এদিকে, বয়সের এই পর্যায়ে এসেও তাঁর স্মৃতিশক্তি এখনও যথেষ্ট শক্তিশালী রয়েছে। এমনকি, আজও INLD সুপ্রিমো রাজনীতিতে সম্পূর্ণ সক্রিয় রয়েছেন। শুধু তাই নয়, গত দুই বছরে বেশ কয়েকবার হরিয়ানার সমস্ত জেলা এবং সার্কেল পরিদর্শনও করেছেন তিনি। এমতাবস্থায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানেই পৌঁছেছেন, সেখানেই কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
সবাই জানাচ্ছেন অভিনন্দন:
মূলত, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল স্থগিত হয়ে গিয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ওপেন স্কুলের মাধ্যমে দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন। সেখানে তিনি ইংরেজির পরীক্ষা দিতে পারেননি। তাই ভিওয়ানি ওপেন বোর্ড তাঁর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল আটকে রাখে।
জানা গিয়েছে যে, ওপি চৌটালা সহ মোট ৬ জন পরীক্ষার্থীর ফলাফল আটকে রাখা হয়। এদিকে, একবার একটি পরীক্ষা কেন্দ্রে, মিডিয়ার সম্মুখীন হয়ে চৌটালা কেবলমাত্র জানিয়েছিলেন যে, “আমি একজন ছাত্র”। যদিও, এখন তাঁর প্রশংসা করে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইট করেছেন, “একজন ব্যক্তি কখনই শেখার জন্য বয়স্ক হতে পারেন না। অভিনন্দন চৌটালা সাহেব।”