বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে সুখবর পেলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার তাদের প্রথম পুত্রসন্তানকে জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুসংবাদটি ভাগ করে নিয়েছেন ভক্তদের সাথে।
টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করা অভিন্ন বার্তায় যুবরাজ লিখেছেন, “আমাদের সমস্ত ভক্ত, পরিবার এবং বন্ধুদের কাছে, আমরা ভাগ করে নিতে পেরে আনন্দিত যে ঈশ্বর আমাদের একটি শিশু পুত্রের সহিত আশীর্বাদ পাঠিয়েছেন৷ আমরা এই আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং চাই যে আপনি আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আমরা আমাদের ছোট্ট সদস্যটিকে পৃথিবীতে স্বাগত জানাই।”
@hazelkeech pic.twitter.com/IK6BnOgfBe
— Yuvraj Singh (@YUVSTRONG12) January 25, 2022
যুবরাজ সিং এবং হ্যাজেল কিচ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর ১৬ বছর আগে যুবরাজ সিং কেনিয়ার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে এবং ভারতের হয়ে ৩০৪টি ওডিআই, ৪০ টি টেস্ট এবং ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় তারকা প্রমাণিত হয়েছিলেন।
দীর্ঘ ১৯ বছর ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত থাকার পর তিনি গত ২০১৯-এর ১০ই জুন তারিখে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন।