বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বজয়ের পর ১২ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবুও ক্রিকেটপ্রেমীদের মনে এখনো এক ফোটাও ফিকে হয়নি ওয়াংখেড়েতে সেই আইকনিক ছক্কা হাঁকিয়ে ধোনির (MS Dhoni) ‘মেন ইন ব্লুজ’কে বিশ্বজয়ী বানানোর মুহূর্তটা। শ্রীলংকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে ভর করে ওই বিশ্বকাপ (ODI World Cup 2011) ফাইনালটি জিতেছিল ভারতীয় দল। ওই বিশেষ মুহূর্তটি ধোনিকে ভারতের সর্বকালের সফলতম অধিনায়কে পরিণত করেছিল।
সেই আইকনিক মুহূর্তের ১২ বছর পূর্তিতে এক বিশেষ সম্মান মহেন্দ্র সিং ধোনিকে জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলশেখরাকে মারা ধোনির সেই শেষ ছক্কাটি যে দর্শকাসনের সারিতে এসে ছিটকে পড়েছিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামের সেই পাঁচটি চেয়ারকে মহেন্দ্র সিংহ ধোনির নামে অমর করে রাখা হলো। আজই, অর্থাৎ ৭ই এপ্রিল, মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগের দিন ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয় এবং ওই সারির পাঁচটি চেয়ারকে ধোনির নামে নামকরণ করা হয়।
#WATCH | Mumbai: MS Dhoni inaugurates 2011 World Cup victory memorial at the Wankhede stadium
Memorial has been built at the location where MS Dhoni’s historic winning six from 2011 WC had landed in the stands pic.twitter.com/PEGSksnWNa
— ANI (@ANI) April 7, 2023
হতেই পারে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনির এটি শেষ অ্যাওয়ে ম্যাচ। কোনও ক্রিকেট ভক্তই চান না যে ধোনি খেলা ছেড়ে পুরোপুরি অবসর নিয়ে নিক। সেই কথা আরও একবার প্রমাণ হলো যখন মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাই ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মুম্বাইয়ের বিমান ধরেছিলেন। বাকি দলের সঙ্গে মাছ আকাশে বিমানে বসে থাকার সময় আচমকাই তাকে অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেন ওই বিমানের পাইলট।
বিমান চলাকালীন একটি অ্যানাউন্সমেন্ট করেন ওই পাইলট, যেখানে একজন ক্রিকেটার হিসেবে ধোনির যা ঐতিহ্য, তার প্রতি সম্মান জানিয়ে তিনি অনুরোধ করে বলেন, “দয়া করে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে থেকে যান। আমি আপনার একজন বিরাট বড় ভক্ত।” এই ঘটনার ভিডিওটি ওই প্লেনে উপস্থিত আরও কিছু যাত্রী নিজেদের ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
চলতি মরশুমে নিজেদের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল ধোনিদের। তারপর নিজেদের ঘরের মাঠে লখনউ সুপারজায়ান্টসকে দাপটের সাথে উড়িয়ে দিয়ে অসাধারণভাবে প্রত্যাবর্তন করেছেন তারা। তাদের পরবর্তী ম্যাচ ৮ই এপ্রিল শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।