দ্বিতীয় বিয়ে করবেন ৬৬ বছরের অরুণ লাল, ওনার থেকে ২৮ বছরের ছোট নববধূ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো গুঞ্জন। শেষপর্যন্ত সেই বড় সিদ্ধান্তটি নিয়েই নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল। ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা ঘরোয়া ক্রিকেটীয় দলের প্রধান কোচ। তার দ্বিতীয় স্ত্রী তার থেকে ২৮ বছরের ছোট।

৬৬ বছর বয়সে এসে বন্ধু বুলবুল সাহাকে বিয়ে করবেন ভারতের প্রাক্তন ওপেনার অরুণ লাল। বুলবুলের বয়স ৩৮ বছর। দুজনেই একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। তাদের দুজনের ছবিতে এখন ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। এটি অরুণ লালের জীবনে দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দেবীকে বিয়ে করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ তার প্রথম স্ত্রী। জানা গিয়েছে তার এই বিয়েতে সম্মতি দিয়েছেন রীনা। স্বামীর দ্বিতীয় বিয়েতে তিনিও খুবই খুশি।

arun lal wedding

অরুণ লাল ১৯৫৫ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন। আগামী ২ মে কলকাতার পিয়ারলেস ইন হোটেলে বুলবুল সাহার সঙ্গে তার আনুষ্ঠানিক বিয়ে হবে। বিয়ের কার্ড বিতরণও শুরু করেছে অরুণ। আপাতত গায়ে হলুদের নিয়ম মেনে সেই প্রথা সম্পন্ন করেছেন দুজনে। সেই পর্বের পরে ছিল এলাহী খাওয়াদাওয়ার ব্যবস্থা। গোটা অনুষ্ঠানে সলজ্জ হাসিতে মুখ ভরিয়ে রেখেছিলেন লালজি।

অরুণ লাল ১৯৮২ থেকে ৮৯ সালের মধ্যে ভারতের হয়ে মোট ১৬ টি টেস্ট এবং ১৩ টি একদিনের ম্যাচ খেলেছেন। এই সময়ে টেস্টে তার ব্যাট থেকে এসেছে ছয়টি হাফ সেঞ্চুরি এবং ওয়ান ডে-তে করেছেন একটি হাফ সেঞ্চুরি। যদিও দুই ফরম্যাটেই কোনও সেঞ্চুরি করতে পারেননি অরুণ। খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে বাংলাকে জিতিয়েছেন রঞ্জি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর