ফিরলো রিশভ পন্থের স্মৃতি! মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার ভারতীয় দলের তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত বছরের একদম শেষদিকে গাড়ি চালিয়ে দিল্লি থেকে দেরদুনের পথে মারাত্মক গাড়ি দুর্ঘটনার (Car Accident) শিকার হয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার রিশভ পন্থ (Rishabh Pant)। সেই বীভৎস স্মৃতি এখনও টাটকা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। কয়েক মাস গড়াতে না গড়াতেই ফের একই ঘটনা ঘটলো। এবার গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন তারকা সুইং বোলার প্রবীণ কুমার (Praveen Kumar)।

জানা গিয়েছে যে মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রবীণ তার ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িতে পান্ডব নগর এলাকা ছেড়ে বেরোচ্ছিলেন। সেই সময় কমিশনারের বাসভবনের কাছে একটি ক্যান্টারের সঙ্গে তার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়।

সেই সময় গাড়িতে তার ছেলেও উপস্থিত ছিল। জানা গিয়েছে যে ভারতীয় তারকা প্রবীণ কুমারের গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং তার ছেলে উভয়ই দুর্ঘটনায় মারাত্মক কোনও চোট বা আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা পান। সিভিল লাইন পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টার চালককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

praveen kumar

রিশভ পন্থের ভাগ্য অবশ্য প্রবীণের মতো সুপ্রসন্ন ছিল না। ওই গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আঘাত পেয়েছিলেন রিশভ। তার চোট এতটাই গুরুতর ছিল যে এখনও অবধি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরা হয়নি তার। কবে তিনি মাঠে ফিরতে পারবেন সেই সম্বন্ধে কোনও সুস্পষ্ট ধারণাও নেই।

প্রবীণ কুমার ক্রিকেটের তিনটি ফরম্যাটেই অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টিতে ভারতের হয়ে মাঠে নেমেছেন। ওডিআই ফরম্যাটে ভারতের হয়ে ৬৮ টি ম্যাচে মাত্র ৫.১৩ ইকোনমি রেটে এবং ৩৬.০৩ স্ট্রাইক রেট বজায় রেখে তিনি ৭৮ টি উইকেট নিয়েছিলেন। এই ফরম্যাটেই তিনি সবচেয়ে সফল। তবে দুর্ভাগ্যবশত চোটের কারণে তিনি ২০১১ ওডিআই বিশ্বকাপ খেলতে পারেননি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর