বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) শুরু হয়েছে। আইপিএলের ১৬তম আসরে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলা হয়েছে। আর এরই মধ্যে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। পৃথিবীকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের এক অভিজ্ঞ খেলোয়াড়। এই অভিজ্ঞ খেলোয়াড়রা ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। প্রবীণ এই খেলোয়াড়ের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেক খেলোয়াড় শোকও প্রকাশ করেছেন।
সেলিম দুরানি (Salim Durani) ১৯৬০-এর দশকের কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। তিনি ভক্তদের দাবিতে ছক্কা মারার জন্য পরিচিত ছিলেন। তবে দীর্ঘ লড়াইয়ের পর রবিবার তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেলিম দুরানি তার ছোট ভাই জাহাঙ্গীর দুরানির সাথে গুজরাটের জামনগরে থাকতেন। উরুর হাড় ভেঙে যাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে তার অপারেশন করা হয়। আফগানিস্তানে জন্মগ্রহণকারী সেলিম দুরানি ছিলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন।
কাবুলে জন্মগ্রহণকারী দুরানি শুধুমাত্র তার চমৎকার ব্যাটিংয়ের জন্যই পরিচিত ছিলেন না, তিনি একজন বাঁহাতি স্পিন বোলারও ছিলেন। তিনি ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই ম্যাচে তিনি মোট ১২০২ রান করেন। এই ১২০২ রানের মধ্যে একটি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। শুধু তাই নয়, কেরিয়ারে মোট ৭৫টি উইকেটও নিয়েছেন তিনি। দুরানি ১৯৬১-৬২ সালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২-০ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
১৯৬০ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে তার অভিষেক হয়। তিনি ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেলিম দুরানি ১৯৬০ থেকে ১৯৭০ এর দশকে একজন উজ্জ্বল অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। ক্রিকেটের সাথে সাথে বলিউডেই কাজ করেন সেলিম দুরানির। সেলিম দুরানিকে দেখা গিয়েছে ‘চরিত্র’ ছবিতে। সেলিম দুরানিকে বলিউড অভিনেত্রী পারভীন ববির খুব কাছের মনে করা হতো।