নূপুর শর্মার পাশে দাঁড়ালেন ভেঙ্কটেশ প্রসাদ, বাউন্সার দাগলেন বিক্ষোভকারীদের দিকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর বিজেপি নেত্রী নূপুর শর্মার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন গোটা দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। বেশ কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে বিশৃঙ্খলার পরিস্থিতি। অপ্রীতিকর অবস্থা সামাল দিতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জায়গায় জায়গায় বিতর্ক যাতে দানা না বাঁধতে পারে তার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনার পর বিজেপি থেকে সাসপেন্ড করা হয়েছে নূপুর শর্মাকে। তার দলের কিছু মানুষও তার নির্বুদ্ধিতার নিন্দা করেছেন। এমন অবস্থায় নূপুর শর্মা পাশে পেলেন এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে।

সম্প্রতি বেলাগাভী নামক জায়গায় নূপুর শর্মার কুশপুত্তলিকা বানিয়ে সেটিকে ফাঁসি দিয়ে তার মন্তব্যের প্রতিবাদ করা হয়েছে। এরপর প্রকাশ্যে নূপুর শর্মার পাশে দাঁড়িয়ে এই জাতীয় ঘটনার কড়া নিন্দা করেছেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার ভেঙ্কটেশ শর্মা। তিনি জানিয়েছেন যে চারপাশের কর্মকাণ্ড থেকে তার বিশ্বাস হচ্ছে না যে তিনি একবিংশ শতকের ভারতে বসবাস করছেন।

তিনি কুশপুত্তলিকা পোড়ানোর সেই ছবি টুইট করে লিখেছেন, “এটা নুপুর শর্মার পুতুল ফাঁসি দেওয়ার ছবি আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমরা একবিংশ শতাব্দীর ভারতে বসবাস করছি। আমি সকল ভারতবাসীকে আহ্বান করবো যে হিংসা ভুলে সকলে যাতে ঐক্যবদ্ধ হয়।”

এরপর তিনি আবার একটি টুইট করে লিখেছেন, “এই টুইটের অর্থ মারাত্মক। এই পরিস্থিতির জন্য সংবাদ মাধ্যমের পাশাপাশি এই ধরণের কর্মকাণ্ডের সমর্থকরাও দায়ী। এটি শুধু একটি পুতুলের ছবি নয়। এটি তার চেয়েও মারাত্মক বিপদের ইঙ্গিত।”

সম্পর্কিত খবর

X