ভোটের মুখে দুই ব্রহ্মাস্ত্র BJP-র, কেষ্টভূমে প্রাক্তন IPS দেবাশীষ ধর, বিরাট চমক ঝাড়গ্রামে

বাংলা হান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। বাংলার ৪২টি আসনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে BJP। ইতিমধ্যেই ৩৮টি আসনের প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। আর এবার আরও দুই আসনের প্রার্থী নাম ঘোষণা করল বিজেপি (Bhartiya Janta Party)। তবে এই দফাতেও ডায়মণ্ড হারবারে অভিষেককে কে টক্কর দেবে তা চূড়ান্ত করা সম্ভব হলনা।

গত শনিবার সন্ধ্যা নাগাদ রাজ্যের বীরভূম এবং ঝড়গ্রাম থেকে নির্বাচনী মুখ চূড়ান্ত করেছে বিজেপি। জানা যাচ্ছে বীরভূমে টিএমসিকে ধরাশায়ী করতে হাতিয়ার হিসেবে বিজেপি বেছে নিয়েছে প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে। যেখানে ঝাড়গ্রাম থেকে বিজেপির প্রার্থী প্রণোৎ টুডু। এর আগেই আমরা জানিয়েছিলাম যে প্রাক্তন পুলিশ সুপার দেবাশীষ ধর শীঘ্রই রাজনীতিতে পা রাখতে পারেন।

যদিও রাজ্যের দুই হাইভোল্টেজ সিট আসানসোল এবং ডায়মন্ড হারবার থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এই দুই আসনের প্রার্থী কবে ঘোষণা হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও দেবাশিষ ধরকে (Debashish Dhar) নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। গত ২১ মার্চ তিনি ইস্তফা দেওয়ার পরই বাংলাহান্ট থেকে জানানো হয়েছিল যে তিনি শীঘ্রই রাজনীতিতে আসতে পারেন। এবার কার্যত সেই খবরেই সিলমোহর দিল বিজেপি।

আরও পড়ুন : তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, ঝড়বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ! সোমবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন

প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি ঘটনার পর সাসপেন্ড করা হয় দেবাশিষ ধরকে। পরে কাজে যোগ দিলেও কম্পালসারি ওয়েটিং-য়ে ছিলেন তিনি। এরপর গত ২১ মার্চ আচমকাই ইস্তফা দেন তিনি। এদিকে ঝাড়গ্রামের প্রার্থী প্রণোৎ টুডু। তিনিও বেশকিছুদিন আগে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র গ্রহণও করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ওলটপালট তালিকা! ব্যাঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ KKR-র, কে কোথায়?

bengal bjp candidate

উল্লেখ্য, একজন ডাক্তার হওয়া ছাড়াও আরও একাধিক পরিচয় রয়েছে তার‌। তিনি একাধারে যেমন সমাজসেবামূলক কাজ কর্ম করে থাকেন অন্যদিকে ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি বিভিন্ন প্রত্যন্ত আদিবাসী এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদান শিবির ইত্যাদির আয়োজন করে থাকেন। এইদিন নাম ঘোষণা হওয়ার পর প্রণোৎ টুডু বলেন, ‘দল আমাকে ঝাড়গ্রাম আসন থেকে প্রার্থী করেছেন। বিজেপি দলের হয়ে জয় যুক্ত হয়ে আদিবাসী সমাজ-সহ সার্বিক উন্নয়নের কাজকে গুরুত্ব দিয়ে কাজ করব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর