তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, ঝড়বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ! সোমবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন

বাংলা হান্ট ডেস্ক : খাতায় কলমে এখন বসন্ত হলেও আবহাওয়া প্রখর গ্রীষ্মের অনুভূতি দিতে শুরু করেছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। সেই সাথে বজায় থাকবে কালবৈশাখীর দাপট। আজও রাজ্যের কয়েকটি জেলার জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রবিবার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে এর জেরে তাপমাত্রা কমবে তো না উল্টে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি বাড়বে উত্তরের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather): হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইবে এইদিন। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামুটি শুষ্ক থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা।

আরও পড়ুন : ওয়াইসির গড়ে তোলপাড়, মিম প্রধানের বিরুদ্ধে লোকসভা প্রার্থী ‘সানিয়া’! কোন দলের হয়ে লড়বেন?

আগামী সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। আগামী দুই দিনে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। এদিকে ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। পুরুলিয়ার অবস্থাও একইরকম। কলকাতার তাপমাত্রাও ৩৬ ছাড়াবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন : হাতে সময় বড্ড কম, LPG আধার যাচাইয়ের ‘ডেডলাইন’ বেঁধে দিল কেন্দ্র

weather heat

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal): আজ রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবো কোচবিহার ও জলপাইগুড়িও। সেই সাথে ব্যাটিং চালাবে ঝোড়ো হাওয়া। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং দিনাজপুরের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর