হাতে সময় বড্ড কম, LPG আধার যাচাইয়ের ‘ডেডলাইন’ বেঁধে দিল কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক : এলপিজি (Liquified Petroleum Gas) গ্রাহকদের আধার কার্ড তথা বায়োমেট্রিক (Biometric) তথ্য যাচাই করার সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। ইতিমধ্যেই তেল সংস্থাগুলির দরবারে চিঠিও পৌঁছে গেছে বলে খবর‌। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা— ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএল-র দরবারে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেসব গার্হস্থ্য LPG গ্রাহক ভর্তুকি পেয়ে থাকেন, আধার তথ্যের বায়োমেট্রিক যাচাইয়ের জন্য তাদের কাছে ৩১ মার্চ অবধিই সময় রয়েছে। এই সময়সীমার মধ্যেই আধার ভেরিফিকাই করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ গ্রাহকদের হাতে সময় আর মাত্র দু’দিন। এই সময়সীমার মধ্যেই কাজ সেরে ফেলার পরামর্শ দিচ্ছে গ্যাস সংস্থাগুলি।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রথমবার বায়োমেট্রিক তথ্য যাচাই করার নির্দেশ দেয় কেন্দ্র। সেই সময় গ্রাহকদের ধারণা ছিল, গত ৩১ ডিসেম্বরের মধ্যেই হয়ত সমস্ত প্রক্রিয়াটি শেষ করে নিতে চাইছে কেন্দ্র। তবে সেই সময় গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয় যে, এর জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। এইভাবে মার্চ অবধি সময় দিয়েছিল কেন্দ্র।

আরও পড়ুন : IPL-র নিয়ম ভেঙেছে রাজস্থান! ম্যাচ চলাকালীনই তেলেবেগুনে জ্বলে উঠলেন সৌরভ, নালিশ পন্টিংয়ের

সূত্রের খবর, সরকারের ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ৭০ থেকে ৮০ শতাংশ গ্রাহক নিজেদের বায়োমেট্রিক তথ্য যাচাই করে নিয়েছে। তবে এখনও ২০ থেকে ৩০ শতাংশ গ্রাহক বাকি রয়েছেন। সম্প্রতি একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই যেন সবাই নিজেদের বায়োমেট্রিক তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে নেয়।

আরও পড়ুন : ইউপি জুড়ে জারি ১৪৪! যোগীর জেলে প্রয়াত গ্যাংস্টার-রাজনীতিবিদ আনসারি

2020 2img12 feb 2020 pti2 12 2020 000158b 768x514

যদিও কেন্দ্রের ধার্য্য করা এই সময়সীমার মধ্যে আধার তথ্য যাচাই না করা হলে গ্রাহকরা কোন সমস্যায় পড়বেন তা এখনও স্পষ্ট নয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি ভর্তুকি বন্ধ হয়ে যাবে তা নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্র। সমগ্র বিষয়টি নিয়েই এখন একটা ধোঁয়াশা রয়েছে গ্রাহকদের মনে‌।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর