বাংলা হান্ট ডেস্ক : দেশজুড়ে চলছে IPL-র ক্রেজ। সিজন শুরু হতেই ধুন্ধুমার দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার ম্যাচের পর রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে রেগে খাপ্পা হয়ে উঠলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)-রিকি পন্টিংরা। তাদের অভিযোগ, আইপিএল-র নিয়ম অমান্য করেছে রাজস্থান রয়্যালস।
আসলে গতকালকের ম্যাচে রাজস্থানের হয়ে মাঠে নামেন পাঁচজন বিদেশি প্লেয়ার। যারমধ্যে ছিলেন জোস বাটলার, শিমরন হেতমায়ের, ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার ও রোভম্যান পাওয়েল। এদিকে আইপিএল-র নিয়ম অনুযায়ী কোনও দল তাদের প্রথম একাদশে চারজনের বেশি বিদেশি খেলোয়াড়কে মাঠে নামাতে পারবেনা। রাজস্থানের দলে পাঁচ জন বিদেশীকে দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন সৌরভ এবং পন্টিং।
গতকালকের ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে রোভম্যানকে মাঠে দেখেই রিকি পন্টিং গর্জে ওঠেন। সোজা আপত্তি জানান চতুর্থ আম্পায়ারের কাছে। যদিও তার এই আবেদন খারিজ করে দেন তিনি। ওদিকে রিজার্ভ আম্পায়ার দিল্লির দিল্লির ডাগআউটে টিম লিস্ট নিয়ে গিয়ে পন্টিংকে বোঝান যে, রাজস্থান নিয়মবহির্ভূত কিছুই করেনি। বরং ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে কৌশলে ব্যবহার করেছে তারা।
আরও পড়ুন :কপাল ফাঁটলেও কুছ পরোয়া নেই! ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা
যদিও রিজার্ভ আম্পায়ারের এই দাবি খুব একটা মনে ধরেনি সৌরভের। এই বিষয়ে তিনি নিজেও কথা বলেন আম্পায়ারদের সাথে। এখানে বলে রাখা ভালো যে, এইদিন ম্যাচের প্রথম একাদশে মোট তিনজন বিদেশি প্লেয়ারের নাম চূড়ান্ত করে রাজস্থান। সেই তিনজন হলেন বাটলার, বোল্ট ও হেতমায়ের। তবে পরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হোতমারের বদলে নামানো হয় বার্গারকে।
আরও পড়ুন : আবগারি দুর্নীতির পর যৌন হেনস্থা! কেজরির বিরুদ্ধে নয়া অভিযোগ, তোলপাড় দিল্লি
— Nihari Korma (@NihariVsKorma) March 29, 2024
ওদিকে শুভম দুবেকে বদলে মাঠে নামেন পাওয়েল। সেই সময় হোতমার ছিলেন ডগ-আউটে। অর্থাৎ নিয়ম মত একটা সময় মাঠে চারজন বিদেশি প্লেয়ার ছিলেন (বাটলার, বোল্ট, বার্গার ও পাওয়েল)। যা নিয়ম বিরুদ্ধ নয়। অর্থাৎ গতকালকের ম্যাচে নিয়ম না ভেঙেই কৌশলে ৫ বিদেশি প্লেয়ারকে মাঠে নামিয়েছে রাজস্থান রয়্যালস।