শুভেন্দু জিতলে ২৫,০০০ টাকা বকশিস! তৃণমূল বিধায়কের ঘোষণায় তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোট হতে এখনও বছরখানেক বাকি। তার আগে আক্রমণ, পাল্টা আক্রমণে সরগরম বাংলা। সম্প্রতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্যের পাল্টা ‘ঠুসে দেওয়া’র হুঁশিয়ারি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের বিরোধী দলনেতার জন্য ২৫,০০০ টাকা বকশিস ঘোষণা করলেন তৃণমূলের (Trinamool Congress) আরেক হুমায়ুন কবীর।

শুভেন্দুর জন্য কেন বকশিস ঘোষণা করলেন হুমায়ুন (Humayun Kabir)?

সম্প্রতি ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর এই বকশিস ঘোষণা করেছেন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে যদি রাজ্যের বিরোধী দলনেতা জয়ী হতে পারেন, তাহলে তাঁকে এই অর্থ দেবেন। সম্প্রতি এই মর্মে নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি।

হুমায়ুন (Humayun Kabir) লিখেছেন, ‘শুভেন্দুবাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা নয়, বরং ভয় নামক ভূত চেপেছে। দিদির জোয়ারে ভেসে যাওয়ার, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয়। আপ বাঁচলে… মুসলমানদের নাম তারপরে। নিজে জিতে এলে আমার তরফ থেকে ২৫,০০০ টাকা বকশিস’।

আরও পড়ুনঃ চুক্তিভিত্তিক নয়, এবার স্থায়ী! ‘এই’ শিক্ষকদের নিয়োগের বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র নবান্নের

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলেছেন তৃণমূল (TMC) বিধায়ক। হুমায়ুন বলেন, ‘আমি খুব বড়লোক নই, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন। তবুও প্রশংসার বিষয় হিসেবে আর কী! উনি যদি জিততে পারেন, তাহলে আমি ২৫,০০০ টাকা ব্যাঙ্ক ড্রাফট করে দেব’।

Humayun Kabir Debra MLA

এখানেই না থেমে ডেবরার তৃণমূল বিধায়ক দাবি করেন, যেখানেই দাঁড়াবেন সেখানেই পরাজিত হবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর কথায়, ‘এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুফান বলুন, ঘূর্ণিঝড় বলুন, জোয়ার বলুন, আঁধি বলুন, তার কাছে এরা জাস্ট এবার উড়ে যাবে’।

এদিকে হুমায়ুন (Humayun Kabir) এই মন্তব্য করতেই পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘ওনার তো প্রচুর টাকা। মাত্র ২৫,০০০! তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে ২৫,০০০ টাকা বকশিস দিয়েছে শুনলে তো তৃণমূল কংগ্রেসের তালিকা থেকে তাঁর নাম কাঁচি হয়ে যাবে। এত টাকা কী করবেন? আর একটু বেশি দিন, তারপর তো চিন্তা ভাবনা করা যাবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর