ইসরায়েলের ক্ষমতায় ফেরার জন্য প্রস্তুত বেঞ্জামিন নেতানিয়াহু, নির্বাচনে বড় জয়ের দিকে মোদীর বন্ধু

বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক অচলবস্থা কাটাতে মঙ্গলবার ইজরায়েলে (Israel) হয়ে গেল সাধারণ নির্বাচন। গত চার বছরেরও কম সময়ের মধ্যে এটি পঞ্চম নির্বাচন। ইজরায়েলের রাজনৈতিক অন্দরমহলে শোনা যাচ্ছে, ফের ক্ষমতায় আসতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। এই মুহূর্তে কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত ২০ শতাংশেরও বেশি ভোট গণনা হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী ব্লক ৭২ আসনে এগিয়ে রয়েছে। এ নিয়ে সে দেশে ২৫তম সাংসদীয় নির্বাচন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গণনা এগোলে এই সংখ্যায় বদল ঘটবে। বুথ ফেরত সমীক্ষা থেকে জানা গিয়েছে, নেতানিয়াহুর ব্লক ৬২টি আসন পাবে। ইজরায়েলের প্রায় ৬৭৮ মিলিয়ন মানুষের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এ বছর ২৫তম নেসেট বা ইজরায়েলি সংসদ নির্বাচিত হচ্ছে। পাশাপাশি, এ বছর প্রায় ২ লক্ষ ১০ হাজার ৭২০ জন নতুন ভোটার অংশ নিচ্ছেন নির্বাচনে। 

ইজরায়েলের আগামী সরকারের অস্তিত্ব মূলত দু’টি জিনিসের উপর নির্ভর করছে। প্রথমত দক্ষীণপন্থীদের মেরুকরণ, যা প্রবীণ রাজনীতিবিদ নেতানিয়াহুর পক্ষে হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দ্বিতীয়ত, আরব অধ্যুষিত এলাকায় ভোটারদের অনীহা। ইজরায়েলে কোনও দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব নয়। যার জন্য দলগুলিকে একটি জোট তৈরি করতেই হবে। যাতে তারা সরকার গঠনের জন্য ৬১টি আসন পেতে পারে। 

গত চারটি নির্বাচনে কোনও একটি দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অনেক সময় আবার দেখা গিয়েছে, জোটবদ্ধ দলগুলিও অল্প ফারাকের কারণে সরকার গঠন করতে পারেনি। বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, তাঁর ভোটাররা তাঁকে ভরসা করে। তিনি নিজের জেতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। দেশবাসীর কাছে তাঁর প্রতিশ্রুতি, দেশের গর্ব তিনি ফের ফেরত আনবেন। প্রসঙ্গত, এবারের নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বর্তমান প্রধানমন্ত্রী হ্যার ল্যাপিড। 

যদিও ল্যাপিডের জোট সরকারের আধিকারিকরাই তাঁর দুর্বল প্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ল্যাপিড নিজের মেয়াদে আরব নাগরিকদের সুবিধার দিকে নজর রাখেননি। একইসঙ্গে অতিরিক্ত চুক্তিগুলির প্রতি তাঁর অনীহাও চোখে পড়েছে। উল্লেখ্য, মনে করা হচ্ছে, প্রায় ৪০টি দল নেসেটে প্রবেশ করতে পারবে না। কারণ সেখানে ঢুকতে গেলে ন্যূনতম ৩.২৫ শতাংশ ভোটের হার দরকার।

Subhraroop

সম্পর্কিত খবর