‘প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে…’, সকলের সামনেই আক্ষেপ অভিজিৎগঙ্গোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ হঠাৎই বিচারপতির পদ থেকে ইস্তফা আর তারপর যাবতীয় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Ganguly)। সোমবারই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে (BJP) যোগদানের কথা জানিয়েছিলেন গাঙ্গুলি। সেই সময় প্রাক্তন বিচারপতি আরও জানান, তার বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

কিন্তু কেন? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে গঙ্গোপাধ্যায় বলেন, অবসরের নেওযার আগে ইস্তফা দেওয়ায় তার বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শাসকদলের তরফে আমাকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই এক প্রকার অনুপ্রেরণা জুগিয়েছেন আমাকে রাজনীতিতে আসার।’

অভিজিৎবাবু বলেন, ‘কয়েক মাস আগে চাকরি ছাড়ার কারণে বহু টাকার আর্থিক ক্ষতি আমার হয়েছে…, ৫ মাস তো মাইনে পাব না, আর যে পেনশনটা পাব, সেটা মাইনের চাইতে অনেক অনেক কম, অন্যান্য সুযোগসুবিধাও অনেক কম। তবে শাসকদলই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের মুখপাত্ররা আসাম্মানজক কথাবার্তা বলেছেন। যদিও তাদের কোনও শিক্ষাদিক্ষাও আছে বলে আমার মনে হয়নি কখনও।’

bjp justice

আরও পড়ুন: খুনের মামলায় অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে হলফনামা দিতে সময় চাইল রাজ্য, বিরাট সিদ্ধান্ত হাই কোর্টের

প্রসঙ্গত, আগামী অগাস্ট মাসে বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হত। তবে সেই সময়ের আগেই লোকসভা ভোট যখন দোরগোড়ায় তখনই এজলাস ছেড়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, মেদিনীপুরের তমলুক থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন গঙ্গোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর