‘ভেরি আনকালচারড, সাব স্স্ট্যান্ডার্ড…’, BJP-তে যোগ দিতেই ক্ষোভে ফুঁসে উঠলেন অভিজিৎ গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি হিসেবে একাধিক রায় দিয়ে হয়ে উঠেছিলেন ‘ভগবান’। সম্প্রতি সেই বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Of Calcutta High Court Abhijit Gangopadhyay)। বিজেপির টিকিটে তমলুক আসন থেকে লড়াইয়ে নেমেছেন তিনি। লোকসভা নির্বাচনে চর্চার অন্যতম একটি নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন অভিজিৎ। পেয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও। এরই মধ্যে বঙ্গের শাসকদলের সমালোচনা করতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শোরগোল পাকিয়ে দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

শুক্রবার শিল্পশহর হলদিয়ায় প্রচারে গিয়েছিলেন অভিজিত্‍। তাকে ঘিরে কর্মী সমর্থকদের আনন্দ-উত্‍সাহ নজর কাড়ার মতো ছিল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূলকে একহাত নিলেন প্রাক্তন বিচারপতি। নাম না করে বাংলার শাসকদলকে ফালাফালা আক্রমণ বিচারপতির। মুখ খোলেন তার প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে নিয়েও।

সম্প্রতি গোপনীয়তার অধিকার ভঙ্গের অভিযোগ তুলে দেবাংশুর (Debangshu Bhattacharya) বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন , তপশিলি জাতি ও উপজাতি কমিশনের দ্বারস্থ হন বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালির রেখা পাত্র (Rekha Patra)। এই প্রসঙ্গেই এদিন প্রশ্ন করা হয় প্রাক্তন বিচারপতিকে। আর তাতেই নাম না করে ঝাঁঝালো প্রতিক্রিয়া দেন বিজেপি ক্যান্ডিডেট।

justice ganguly simple

আরও পড়ুন: রাতে মেয়েদের ঘরে লোক ঢুকিয়ে…! বড় জন জেলবন্দি, সন্দেশখালি কাঁপাচ্ছেন ছোট শেখ শাহজাহান!

বসিরহাটের বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি বলেন, ‘যদি কারও কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয় তাহলে অবশ্যই নালিশ করা উচিত। আসলে একটা দুর্বৃত্তদের দল তৈরি হয়েছে। যারা কোনও বিধি নিষেধ মানে না। কোনও স্ট্যান্ডার্ড নেই এদের, ভেরি আনকালচারড, সাব স্স্ট্যান্ডার্ড পার্সন। আর কিছুই না পেরে এসব করে বেড়াচ্ছে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর