প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে লড়াই! চাকরিপ্রার্থী মাহির আসল পরিচয় কী? এবার মুখ খুললেন অভিজিৎ

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোটে চর্চার কেন্দ্রবিন্দুতে তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তার বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়বেন তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। বামেদের বাজি আইনজিবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে এদের সবাইকে ছাপিয়ে তমলুকে মাস্টারস্ট্রোক দিয়েছে ISF! একসময় নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়ে চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে ওঠা অভিজিতের বিরুদ্ধে প্রতিবাদী চাকরিপ্রার্থীকে টিকিট দিয়ে শোরগোল ফেলে দিয়েছে আইএসএফ (ISF)।

গত শনিবার ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠক করে তমলুক লোকসভা কেন্দ্রে থেকে প্রার্থী হিসেবে মহিউদ্দিন আহমেদ ওরফে মাহির নাম ঘোষণা করে আইএসএফ। কে এই মাহি? কী এর আসল পরিচয়? জানা গিয়েছে, মাহি নিজেও একজন চাকরিপ্রার্থী। ২০১৬ সালে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে মামলা করেছিলেন তিনি। সেই সময় বিচারপতির পদে আসীন ছিলেন অভিজিৎ।

নিয়োগ নিয়ে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। কলকাতায় উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের যে ধরনা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল মাহিকে। যেই বিচারপতির এজলাসে মামলা সেই প্রাক্তন বিচারপতির বিরুদ্ধেই এবার ভোট ময়দানে মাহি। তার নাম প্রার্থী হিসেবে সামনে আসার পরই করে রীতিমতো ঝাঁঝিয়ে উঠেছেন মাহি।

সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন বিচারপতিকে নিশানা করে মাহি বলেন, ‘আমি চাকরিপ্রার্থীদের কথা তুলে ধরব। এই কেন্দ্রে সেই পরিবেশ রয়েছে। তমলুকে চোর, আইনজীবী, প্রাক্তন বিচারপতি সকলে আছেন।’ আইনের দোহাই দিয়ে নিয়োগ আটকে রয়েছে বলেও মন্তব্য করেন মাহি।

abhijit job candidate

আরও পড়ুন: হাঁসফাঁস গরমে বন্ধ ফ্যান, দিচ্ছে না খাবার! NIA-র বিরুদ্ধে অভিযোগে সরব ভূপতিনগরের তৃণমূল নেতা

এদিকে যেই মাহি আর প্রাক্তন বিচারপতির লড়াই নিয়ে এত চৰ্চা, অভিজিৎ নিজে কিন্তু সেই বিষয়কে গুরুত্ব দিতে একেবারেই নারাজ। এই বিষয়ে প্রাক্তন জাস্টিস বলেন, ‘ ভোটে লড়ার অধিকার সকলের রয়েছে। যে কোনও ব্যক্তি যে কোনও আসন থেকে ভোটে লড়তে পারেন। প্রচারও করতে পারেন। আমার মনে হয় না এর জন্য কেউ আলাদা করে কোনও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সকলে নিজের মতো করে প্রচার করবে। আমিও তাই করব। তবে আমি চাইব শান্তিতে, নির্বিঘ্নে ভোট হোক। মানুষ কাকে চাইছেন তারা নিজেরাই সেই প্রার্থীকে বেছে নেবেন।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর