কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নাতনীর রহস্য মৃত্যু, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দেহ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাতনী সৌন্দর্যার রহস্য মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বেঙ্গালুরুতে একটি অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। সৌন্দর্যাকে তার বেঙ্গালুরুর বাসভবনে ঝুলন্ত অবস্থায় দেখা যায়, তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তথ্য প্রদান করে বিএস ইয়েদুরাপ্পার অফিস বলেছে, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাতনী সৌন্দর্যাকে বেঙ্গালুরুতে একটি ব্যক্তিগত অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বোরিং ও লেডি কার্জন হাসপাতালে তার মৃতদেহের পোস্টমর্টেম চলছে।

বিএস ইয়েদুরাপ্পার নাতনী সৌন্দর্যার বয়স ৩০ বছর এবং তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। সৌন্দর্য সেন্ট্রাল বেঙ্গালুরুতে তার ফ্ল্যাটে থাকতেন এবং তার একটি চার মাস বয়সী সন্তানও রয়েছে। জানা যাচ্ছে যে, গত কয়েকদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

বলে দিই যে, সৌন্দর্যা বিএস ইয়েদুরাপ্পার বড় কন্যা পদ্মাবতীর মেয়ে। আশঙ্কা করা হচ্ছে যে সৌন্দর্যা আত্মহত্যা করেছেন। ২০১৯ সালে ডাঃ নীরজের সাথে সৌন্দর্যার বিয়ে হয়েছিল। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি সকাল ১০টার দিকে হয়েছে বলে জানা যাচ্ছে। বাড়ির পরিচারিকা যখন সকালে ঘরের দরজায় ধাক্কা দেন, তখন ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি সৌন্দর্যের স্বামী ডাঃ নীরজকে ফোন করেন। এরপর নীরজ দরজা খুললে শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন সৌন্দর্যাকে।

X