বহু রোদ-ঝড় পেরিয়ে মমতা আজকে মমতা হয়েছেন, শোভনের গলায় আবেগ! তবে কী দলে প্রত্যাবর্তন?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি, সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে দলবদল, দলে ফেরার হিড়িক। ভোট পূর্বে এবার কী সেই তালিকায় নাম লেখাতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterje)? তৈরী হচ্ছে জল্পনা। হঠাৎ কেন এই প্রসঙ্গ? আসলে, এদিন নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে আসেন শোভন চট্টোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্ৰতি সুর নরম করলেন প্রাক্তন মেয়র।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে এদিন শোভন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণেই ১০০ বছরের পুরনো ব্রিটিশ জমানার জমি অধিগ্রহণ আইন বাতিল হয়েছিল।’ আন্দোলন নিয়ে কার্যত আবেগে ভরে এল মেয়রের কণ্ঠ। শোভন বলেন, আন্দোলনের রোদ-ঝড় পেরিয়ে মমতা আজকে মমতা হয়েছেন। কোথাও থেকে উঠে এসে একদিনে হঠাৎ বসে পড়েননি।

   

একদিনে হঠাৎ এসে বসে পড়া বলতে শোভন কার কথা বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি নেতা। তবে অনেকেরই মতে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করে মুখ্যমন্ত্রীর প্ৰতি আস্থা দেখালেন শোভন চট্টোপাধ্যায়। এদিন শোভন এও বলেন, যারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন তারা ২৬ দিন রাস্তায় পড়ে থেকে দেখান না!

sovan , mamata

প্রাক্তন মেয়রের সংযোজন, মমতার সিঙ্গুর আন্দোলন নিয়ে যারা কটাক্ষ করছেন আগে নিজের দিকে তাকান। তার কথায়, মত আলাদা হতেই পারে। তাই বলে মাটির আন্দোলন অস্বীকার করা যায় না। প্রসঙ্গত, একসময় বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন শোভন চট্টোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার সংগঠন চলত তার কথায়।

তবে হঠাৎই সব ছেড়ে-ছুঁড়ে বান্ধবীর টানে চলে যান গোলপার্কের ফ্ল্যাটে। এরপর নাম লেখান গেরুয়া শিবিরেও। তবে সেখানে বেশিদিন টিকতে পারেননি প্রাক্তন মেয়র। একুশের ভোটের একজোটে বান্ধবীকে নিয়ে বিজেপি ত্যাগ করেন। এরপর থেকেই কখনো-কখনো কৌশলগত ভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। আর এবার মুখ্যমন্ত্রীর প্ৰতি তার গভীর আস্থা দেখিয়ে কী তবে ফের মমতার সৈনিক হয়ে উঠতে চাইছেন শোভন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর